রাস্তার সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। দেখা গিয়েছে, একটি ধবধবে সাদা চারচাকার গাড়ি। গাড়িকে বন্দুক উঁচিয়ে ঘিরে রেখেছে তিন দুষ্কৃতী। চলছে এলোপাথাড়ি গুলি। আর ভিতরে থাকা ব্যক্তিরা প্রাণ বাঁচাতে গাড়ি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এদিকে সামনে গার্ডরেল থাকায় ফের আগের জায়গায় ফিরে আসে গাড়িটি। শেষে প্রাণ বাঁচাতে ইউটার্ন নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় সেখান থেকে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরাও।
advertisement
আরও পড়ুন: ইয়ামি গৌতম না 'বস লেডি'? নতুন ছবিতে কুপোকাত ভক্তরা
আরও পড়ুন: করিনার এমন মোহময়ী ফিগারের রহস্য জানেন? ফাঁস করলেন নায়িকা! দেখুন
রাস্তার মধ্যে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পথচলতি মানুষ ও আশপাশের সমস্ত গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। আবার কেউ কেউ গাড়ি মাঝ রাস্তায় ফেলে দৌড়ান। স্তম্ভিত হয়ে যায় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাত ৮ থেকে ৯-এর মধ্যে এমন ঘটনা ঘটেছে। গাড়িতে ছিলেন ব্যবসায়ী অজয় চৌধুরি ও তাঁর ভাই জসসা চৌধুরি। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতা থেকেই এমন হামলা চালানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনায় জড়িত, কেন এমন হামলা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাড়ির লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলিতে গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যবসায়ী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।