বহু ধর্মের দেশ আমাদের এই ভারত । সেখানে একেক জাতি, একেক ধর্মের, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, আচার, রীতি । ধর্মের গোঁড়ামি আজও নির্মূল হয়নি আমাদের সমাজ থেকে । ধর্মের নামে এখনও অনৈতিক কর্মকাণ্ড চলে এ দেশে । আবার এমন কিছু মজার ঘটনাও ঘটে যা দেখে হাসি সামলানোই দায় হয় । অমৃতসরের এক মন্দিরে দেখা গেল এমনই আজব এক ঘটনা । সেখানকার রোড শাহ মন্দিরে ভক্তদের দেখা গেল লিটার লিটার মদ দেবতাকে দান করতে । এই করোনাকালে মাস্ক বা নূন্যতম সামাজিক দূরত্ববিধি না মেনেই বিপুল ভক্তকূল ঈশ্বরকে মদ নিবেদন করছেন ।
advertisement
প্রায় ৯০ বছরের পুরনো এই মন্দিরে সম্প্রতি ২ দিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছিল । সেখানেই বাবা’কে মদ দান করলেন ভক্তরা । কেউ বোতলে, কেউ গ্লাসে, কেউ পলিথিন ব্যাগে ভরে নিয়ে এলেনমদ । ছুড়ে দিলেন বিগ্রহের দিকে । আবার সেই প্রসাদী সুরা নিজেরাই ভাগ করে পান করলেন । সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, একটি বিরাট বালতির মধ্যে বিপুল পরিমাণ মদ সংগ্রহ করে তা সকলকে ভাগ করে দেওয়া হচ্ছে ।