এখনও অনেকেই জানেন না তাঁদের আপনজনের খোঁজ। তবে অনেকটাই শনাক্ত হয়েছে। আর্থিক সাহায্যও মিলছে। তবুও পিছু ছাড়ছে না আতঙ্কের রাত। আর এসবের মাঝেই সামনে এল এক ভয়াবহ ভিডিও! দুর্ঘটনার সময় ট্রেনের মধ্যে কী হয়েছিল? এ নিয়ে বেঁচে ফেরা মানুষ অনেক কিছুই জানিয়েছেন। তবে সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেসের একটি ভিডিও সামনে এসেছে। যা মুহূর্তে বুক কাঁপিয়ে দেবে।
advertisement
ভাইরাল ভিডিওটি দুর্ঘটনার সময় তোলা। এই ভিডিওটি ওড়িশা অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের এসি কোচে শান্তিতে বসে আছেন যাত্রীরা। রেলকর্মী পরিস্কার করছেন কোচ। একজন ততক্ষণে লোয়ার বাথে শুয়ে রয়েছেন। এই ট্রেনে বহু অসুস্থ রোগীরা যান। ভেলোরে চিকিৎসা করাতে। তেমন অনেকেই ছিলেন। খুব স্বাভাবিক ছিল ট্রেনের পরিস্থিতি।
আরও পড়ুন:
হঠাৎ তীব্র আওয়াজ আর অন্ধকার হয়ে গেল চারিদিক। চিৎকার, আর্তনাদ। ভয়াবহ এই ভিডিও দেখলেই বোঝা যায় সে সময় কী ঘটেছিল। এই ভিডিও হুহু করে ভাইরাল। সকলের একটাই কামনা এমন ঘটনা যেন আর ফিরে না আসে!
