TRENDING:

Viral Video: আচমকাই রাতের আকাশের বুক চিরে ধেয়ে এল জ্বলন্ত আগুনের গোলা, চমকে দেওয়া ভিডিও তুমুল ভাইরাল, দেখুন

Last Updated:

এই মুহূর্তে ইন্টারনেট কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে আচমকাই রাতের আকাশে দেখা যাওয়া জ্বলন্ত আগুনের গোলার ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এখন ভাইরালের যুগ। চোখের পলক পড়তে না পড়তেই যে-কোনও কন্টেন্ট যেমন ছবি বা ভিডিও বিশ্বের এ-প্রান্ত থেকে ওপ্রান্ত ছড়িয়ে পড়ছে। কন্টেন্ট-এর মাণের উপর নির্ভর করে ভাইরাল হতেও সময় লাগছে না। এই যেমন এই মুহূর্তে ইন্টারনেট কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে আচমকাই রাতের আকাশে দেখা যাওয়া জ্বলন্ত আগুনের গোলার ভিডিও।
advertisement

অস্ট্রেলিয়ায় তখন রাত। স্থানীয় সময় রাত ৯টা ২২ মিনিট নাগাদ কুইন্সল্যান্ডের কের্ন্স বিমানবন্দরের কাছে হঠাৎই আকাশে জ্বলজ্বল করে উঠল আগুনের গোলা। চারপাশের বৈদ্যুদিন আলোকে ম্লান করে দিল সেই মহাজাগতিক আলো।

স্থানীয় সংবাদমাধম জানায়, রাজ্যের পশ্চিম দিক থেকে উত্তর দিকে ছুটে যায় সেই আগুনের গোলা। অস্ট্রেলিয়ায় উল্কাপাতের সেই ভিডিও এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

স্থানীয় ছোট গ্রাম ক্রডনের এক বাসিন্দা জানান, আচমকাই একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। আকাশের দিকে তাকাতে দেখি আকাশের অন্ধকার চিড়ে ধেয়ে আসছে আগুনের গোলা। অস্ট্রেলিয়ার ন্যাসনাল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিসিস্ট ব্র্যাড টাকার জানা, উল্কাটির আকার ছিল .৫-১ মিটার, গতী ছিল ১৫০,০০০ কিমি প্রতি ঘণ্টায়।

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: আচমকাই রাতের আকাশের বুক চিরে ধেয়ে এল জ্বলন্ত আগুনের গোলা, চমকে দেওয়া ভিডিও তুমুল ভাইরাল, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল