সম্প্রতি উত্তরপ্রদেশের হাপুরের ‘মেকআপ গার্ল’ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। মেক-আপের প্রতি তাঁর অনুরাগ এমন যে যেখানেই সুযোগ পান, সেখানেই মেক-আপ করা শুরু করেন। ভাইরাল ভিডিওতে তিনি বিটের রস দিয়ে লিপস্টিক পরছেন। এমন প্রাকৃতিক ওষ্ঠ রঞ্জনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
আরও পড়ুনঃ শুধুমাত্র গ্রীষ্মেই পাওয়া যায়; এই রসালো পাহাড়ি ফল শরীরের জন্য দারুন উপকারী
advertisement
হাপুরের মোদি নগর রোডের আদর্শ নগর কলোনির বাসিন্দা প্রীতি প্রভাকর। ছোটবেলা থেকেই তাঁর মেক-আপের প্রতি আগ্রহ। প্রীতি হাতের কাছে যা পান তা দিয়েই মেকআপ করেন।
স্বপ্ন আইজীবী হওয়া—
মেক-আপ নিয়ে তাঁর আগ্রহের শেষ নেই। তবে এলএলবি তৃতীয় বর্ষের ছাত্রী প্রীতি চান আইনজীবী হতে।
ভাইরাল ভিডিও সম্পর্কে তিনি বলেন, ‘আমার স্বামীর সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। হঠাৎই বুঝতে পারি, আমার ঠোঁট থেকে লিপস্টিক উঠে গিয়েছে। রঙ হালকা হয়ে গিয়েছে। কী করব! স্যালাডের প্লেটে থাকা বিট তুলে নিয়েই লাগিয়ে নিই ঠোঁটে।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-টি তুলেছেন প্রীতির স্বামীই।
কাজের হাজার সুযোগ—
প্রীতি না চাইলেও প্রসাধনী সংস্থাগুলির তরফে তাঁর কাছে এসেছে প্রস্তাব। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাঁর কাছে বড় বড় সংস্থা প্রস্তাব পাঠিয়েছে প্রচার করার জন্য। কিন্তু প্রীতি তাঁর পড়াশোনা ও সংসারেই মন দিতে চান আপাতত।
প্রীতি বাড়িতেও সেজেগুজে থাকতে ভালবাসেন। মেক-আপ ছাড়া তাঁকে প্রায় দেখাই যায় না। এমন অদ্ভুত অভ্যাসের কারণে বাড়ির লোকজনও মাঝে মাঝে বিরক্ত হয়ে যান বলে জানিয়েছেন প্রীতি।
যদিও ঠিক এই কারণেই প্রীতি প্রভাকরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। সকলেই তাঁর মেক-আপ ভিডিও পছন্দ করেন। আসলে শুধু তো মেক-আপ নয়- সেই সঙ্গে নানা ধরনের মজা করেন প্রীতি প্রভাকর। তাতেই মুগ্ধ ফলোয়াররা।