প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম PIB Fact Check ট্যুইট করে জানিয়েছে, হু-এর যে সার্কুলার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তা ভুয়ো। ট্যুইটে দাবি, "হু-এর সার্কুলার বলে যেটি হোয়্যাটসঅ্যাপে ছড়াচ্ছে, তাতে বলা হয়েছে যে তারা একটি লকডাউনের শেডিউল জারি করেছে। সেই সার্কুলার ভুয়ো।'
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করা দাবি করা হয়, অনলাইনে লকডাউনের একটি ভুয়ো হু-এর শেডিউল ছড়িয়ে পড়েছে। সেই ট্যুইটটি প্রমাণ হিসেবে এদিন তুলে ধরে মানুষের সংশয় দূর করেছে পিআইবি। ভুয়ো সার্কুলারে দাবি করা হয়, দেশে যে ২১ দিনের লক ডাউন চলছে তা দ্বিতীয় দফার।এই লকডাউনের শেষে কয়েকদিনের বিরতির পরই আবার লকডাউন হবে। একটি হবে ২০ এপ্রিল থেকে ১৮ মে এবং পরেরটি হবে ২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত। অবশ্য এই পুর বিষয়টির যে কোনও সত্যতা নেই, তা স্পষ্ট করল পিয়াআইবি।