গান্ধিনগরে আজ নয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায় ৷ সাত সকালেই মন্দিরে পুজো দেন রূপানি ৷ পুজো সেরে সোজা শপথ অনুষ্ঠানে যান তিনি ৷ শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজরাত জুড়ে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছিল ৷ আহমেদাবাদে রোড শো-র পর শপথ অনুষ্ঠানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন অমিত শাহ, রবিশঙ্কর প্রসাদ, নীতিন গড়কড়ি, রামবিলাস পাসোয়ানের মতো হেভিওয়েট নেতারা । এছাড়াও আছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং প্রমুখ।
advertisement
টানা ছ’বার গুজরাত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। এবারের নির্বাচনে ১৮২ আসনের মধ্যে ৯৯টি আসন দখল করে বিজেপি। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করেন রূপানি।