এর আগে একাধিকবার মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার প্রস্তাব গৃহীত হলেও চিনের ভেটোয় তা বারংবার আটকে গিয়েছে । পুলওয়ামা হামলার পর ভারতের সঙ্গে ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন-যুক্তরাষ্ট্রও বেজিংয়ের উপর চাপ বাড়িয়েছিল মাসুদ প্রসঙ্গে ও তারপরই আজ চিনের আপত্তি না থাকায় মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে । ‘১৩০ কোটির দাবি মানতে বাধ্য হল বিশ্ব,এটাই নতুন ভারতের পরিচয়’, মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি।
advertisement
‘নতুন ভারতে সন্ত্রাসবাদের জায়গা নেই;এতদিন যাঁরা এটা নিয়ে মজা করছিলেন তাঁদের বলি, এটা মোদির জয় নয়-‘এটা ভারতবাসীর জয়’, মাসুদ প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাষ্ট্রসংঘকে ধন্যবাদ ভারতের তরফ থেকে ধন্যবাদও জানিয়েছেন মোদি ।
Location :
First Published :
May 01, 2019 10:18 PM IST