TRENDING:

Vande Bharat Express New Time Table: বন্দে ভারত এক্সপ্রেসের সময় বাড়ল! শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার আগে একবার দেখে নিন

Last Updated:

Vande Bharat Express New Time Table: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল-এর পরিষেবা উভয় দিকে আরও নয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : হাওড়া – নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি। ডিব্রুগড়-সাঁতরাগাছি ও  গুয়াহাটি-গোমতীনগরের মধ্যে একমুখী স্পেশাল ট্রেন চালানো হবে।  যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল-এর পরিষেবা উভয় দিকে আরও নয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনটি নির্দিষ্ট দিন, সময়সূচি, স্টপেজ ও গঠনের সঙ্গে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত চলাচল করবে।
advertisement

এছাড়াও, ডিব্রুগড়-সাঁতরাগাছি ও গুয়াহাটি-গোমতী নগরের মধ্যে দুটি একমুখী স্পেশাল ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেই অনুযায়ী, ট্রেন নং. ০২৩০১/০২৩০২ (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল ০৬ ডিসেম্বর, ২০২৩ থেকে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত নয়টি ট্রিপের জন্য প্রত্যেক বুধবারে চলাচল করবে। ট্রেন নং. ০২৩০১ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত স্পেশাল ০৫:৫৫ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে একই দিনে ১৩:২৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০২৩০২ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত স্পেশাল ১৫:০০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে ২২:৩৫ ঘণ্টায় হাওড়া পৌঁছবে।

advertisement

ট্রেন নং. ০৫৯৪৭ (ডিব্রুগড়-সাঁতরাগাছি) একমুখী স্পেশাল ০৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিব্রুগড় থেকে ১৯:৫৫ ঘণ্টায় রওনা দিয়ে ০৮ ডিসেম্বর, ২০২৩ তারিখের ০৩:০০ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে। ট্রেনটি নিউ তিনসুকিয়া, মরিয়নী জং. ডিমাপুর, লামডিং জং., গুয়াহাটি, গোয়ালপাড়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জং, কিষাণগঞ্জ, মালদা টাউন ও বর্ধমান হয়ে চলবে।

ট্রেন নং. ০৫৬৫২ (গুয়াহাটি – গোমতীনগর) একমুখী স্পেশাল ০৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে গুয়াহাটি থেকে ১৪:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২০:০০ ঘণ্টায় গোমতীনগর পৌঁছবে। ট্রেনটি রঙিয়া জং. বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জং., কিষাণগঞ্জ, কাটিহার, বারাউনি জং., হাজিপুর ও গোরক্ষপুর হয়ে চলবে।

advertisement

আরও পড়ুন : আজকের দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন অনুপম-পিয়া..পুরনো ছবি, টুকরো হাসি আজ শুধুই ফেলে আসা মুহূর্তের কোলাজ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘‘এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবেএবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express New Time Table: বন্দে ভারত এক্সপ্রেসের সময় বাড়ল! শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার আগে একবার দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল