আরও দুটি অ্যাম্বুল্যান্স উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল সাইটে পৌঁছেছে। ভিতরে আটকে থাকা ৪১ জন কর্মীকে উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন – ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়
উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের জন্য ভাল খবর আসতে পারে বলেই খবর৷ উদ্ধারকার্য পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ জানিয়েছে, হতে পারে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের মধ্যে ভাল খবর আসতে পারে৷ অর্থাৎ, এ বার ধীরে ধীরে উদ্ধার হতে পারেন আটকে থাকা শ্রমিকরা৷
advertisement
আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুরোপুরি কাজ করছে উত্তরকাশীর টানেলে ব্যবহার করা পাইপ৷ ফলে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে খাবার৷ তেমনই দাবি করা হয়েছে উদ্ধারকার্য পরিচালনাকারীদের পক্ষ থেকে৷ বলা হয়েছে, মোট ছ’ইঞ্চি চওড়া একটি পাইপ ওই টানেলের মধ্যে দিয়ে ব্যবহার করা হয়েছিল৷ এখন সেটি পুরোপুরি কাজ করছে৷ ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছে আপেল, কমলালেবু,-সহ বিভিন্ন প্রকার ফল, প্রতিটি প্রায় ৫-১০ কেজি করে৷ এ ছাড়াও পাঠানে হয়েছে পাঁচ ডজন কলা৷ পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধ৷ এখন প্রস্তুতি চলছে ওই পাইপ দিয়ে রান্না করা খিচুড়ি, রুটি-সবজি পাঠানোর৷
এ দিকে, মঙ্গলবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফ থেকে শ্রমিকদের উদ্ধারকাজের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে৷ পাশাপাশি, আদালত জানতে চেয়েছে, এই শ্রমিকদের উদ্ধারকাজের জন্য ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে৷ উল্লেখ্য, ওই আংশিক ভগ্নদশায় থাকা টানেলের ভিতর আটকে পড়েছেন মোট ৪১ জন শ্রমিক৷ আর সেই নিয়ে দেহরাদুনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে মামলা রুজু করে, তার প্রেক্ষিতেই আদালত এই বিষয়টি জানতে চেয়েছে৷