TRENDING:

Uttarkashi Tunnel Collapse: পাইপই ভরসা! ৪২ মিটার ড্রিলিং, পরপর পৌঁছচ্ছে অ্যাম্বুল্যান্স... চলছে উদ্ধার অভিযান

Last Updated:

ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছে আপেল, কমলালেবু,-সহ বিভিন্ন প্রকার ফল, প্রতিটি প্রায় ৫-১০ কেজি করে৷ এ ছাড়াও পাঠানে হয়েছে পাঁচ ডজন কলা৷ পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধ৷ এখন প্রস্তুতি চলছে ওই পাইপ দিয়ে রান্না করা খিচুড়ি, রুটি-সবজি পাঠানোর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরকাশী: বদলাচ্ছে উত্তর কাশীর পরিস্থিতি। ৪২ মিটার ৪০০ মিমি পাইপ ড্রিল করা হয়েছে। পরবর্তী তিন মিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, অনুভূমিক ড্রিলিংয়ের জন্য অগার মেশিন কাজ করছে। সমস্ত কর্মীরা শীঘ্রই নিরাপদে বেরিয়ে আসবেন।
গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা। তাঁদের উদ্ধারের কাজ অনেকটাই অগ্রসর হল। অবশেষে সোমবার ৬ ইঞ্চি চওড়া একটি বিকল্প পাইপ সুড়ঙ্গ ভেদ করে পাঠানো গিয়েছে আটকে পড়া ৪১ জন শ্রমিকের কাছে।
গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা। তাঁদের উদ্ধারের কাজ অনেকটাই অগ্রসর হল। অবশেষে সোমবার ৬ ইঞ্চি চওড়া একটি বিকল্প পাইপ সুড়ঙ্গ ভেদ করে পাঠানো গিয়েছে আটকে পড়া ৪১ জন শ্রমিকের কাছে।
advertisement

আরও দুটি অ্যাম্বুল্যান্স উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল সাইটে পৌঁছেছে।  ভিতরে আটকে থাকা ৪১ জন কর্মীকে উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন –   ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়

উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের জন্য ভাল খবর আসতে পারে বলেই খবর৷ উদ্ধারকার্য পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ জানিয়েছে, হতে পারে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের মধ্যে ভাল খবর আসতে পারে৷ অর্থাৎ, এ বার ধীরে ধীরে উদ্ধার হতে পারেন আটকে থাকা শ্রমিকরা৷

advertisement

আরও কপি পড়তে ফলো করুন –   https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পুরোপুরি কাজ করছে উত্তরকাশীর টানেলে ব্যবহার করা পাইপ৷ ফলে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে খাবার৷ তেমনই দাবি করা হয়েছে উদ্ধারকার্য পরিচালনাকারীদের পক্ষ থেকে৷ বলা হয়েছে, মোট ছ’ইঞ্চি চওড়া একটি পাইপ ওই টানেলের মধ্যে দিয়ে ব্যবহার করা হয়েছিল৷ এখন সেটি পুরোপুরি কাজ করছে৷ ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছে আপেল, কমলালেবু,-সহ বিভিন্ন প্রকার ফল, প্রতিটি প্রায় ৫-১০ কেজি করে৷ এ ছাড়াও পাঠানে হয়েছে পাঁচ ডজন কলা৷ পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধ৷ এখন প্রস্তুতি চলছে ওই পাইপ দিয়ে রান্না করা খিচুড়ি, রুটি-সবজি পাঠানোর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এ দিকে, মঙ্গলবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফ থেকে শ্রমিকদের উদ্ধারকাজের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে৷ পাশাপাশি, আদালত জানতে চেয়েছে, এই শ্রমিকদের উদ্ধারকাজের জন্য ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে৷ উল্লেখ্য, ওই আংশিক ভগ্নদশায় থাকা টানেলের ভিতর আটকে পড়েছেন মোট ৪১ জন শ্রমিক৷ আর সেই নিয়ে দেহরাদুনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে মামলা রুজু করে, তার প্রেক্ষিতেই আদালত এই বিষয়টি জানতে চেয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi Tunnel Collapse: পাইপই ভরসা! ৪২ মিটার ড্রিলিং, পরপর পৌঁছচ্ছে অ্যাম্বুল্যান্স... চলছে উদ্ধার অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল