TRENDING:

দাবানলের জেরে হিমবাহের গলে যাওয়ার আশঙ্কা

Last Updated:

উত্তরাখণ্ডের ভয়াবহ দাবানল প্রভাব ফেলতে চলেছে হিমবাহগুলির উপরে ৷ বনাঞ্চলে ভয়াবহ আগুনের জেরে বাড়তে চলেছে জল দূষণ ৷ এমনটাই জানাল বৈজ্ঞানিকরা ৷ আগুনে থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কালো ধোঁয়া এবং ছাই হিমবাহগুলিকে ঢেকে ফেলছে ৷ এর ফলে হিমবাহগুলির গলে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে ৷ কালো ধোঁয়া সূর্যের তাপ শোষণ করে নেয় ৷ ফলে সেই এলাকার তাপমাত্রা বেড়ে যায় ৷ এর জেরে হিমবাহগুলির তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিষেযজ্ঞরা ৷ উত্তারাখণ্ডের এই এলাকাগুলিতে থেকে যে নদীগুলির উৎস তাদের জলও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন , ইতিমধ্যেই বনাঞ্চলে আগুনের জেরে উত্তর ভারতে ০.২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ কালো কার্বন দীর্ঘ সময় ধরে বাতাসে থাকলে বর্ষার উপরও প্রভাব ফেলবে বলে জানিয়েছে বৈজ্ঞানিরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: উত্তরাখণ্ডের ভয়াবহ দাবানল প্রভাব ফেলতে চলেছে হিমবাহগুলির উপরে ৷ বনাঞ্চলে ভয়াবহ আগুনের জেরে বাড়তে চলেছে জল দূষণ ৷ এমনটাই জানাল বৈজ্ঞানিকরা ৷ আগুনে থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কালো ধোঁয়া এবং ছাই হিমবাহগুলিকে ঢেকে ফেলছে ৷ এর ফলে হিমবাহগুলির গলে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে ৷ কালো ধোঁয়া সূর্যের তাপ শোষণ করে নেয় ৷ ফলে সেই এলাকার তাপমাত্রা বেড়ে যায় ৷ এর জেরে  হিমবাহগুলির তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিষেযজ্ঞরা ৷ উত্তারাখণ্ডের এই এলাকাগুলিতে থেকে যে নদীগুলির উৎস তাদের  জলও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন , ইতিমধ্যেই বনাঞ্চলে আগুনের জেরে উত্তর ভারতে ০.২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ কালো কার্বন দীর্ঘ সময় ধরে বাতাসে থাকলে বর্ষার উপরও প্রভাব ফেলবে বলে জানিয়েছে বৈজ্ঞানিরা ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
দাবানলের জেরে হিমবাহের গলে যাওয়ার আশঙ্কা