TRENDING:

সরকার বাঁচাতে বিধায়কদের সরাল কংগ্রেস, রাহুল তুলল বিধায়ক কেনাবেচার অভিযোগ

Last Updated:

উত্তরাখণ্ডে সরকার সংকটে ৷ সরকার অটুট রাখতে সমস্ত পন্থা নিচ্ছে কংগ্রেস ৷ সূত্রের খবর, উত্তরাখণ্ডের সমস্ত কংগ্রেস বিধায়কদের রবিবার রামনগরের কোনও সুরক্ষিত অজ্ঞাত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ শনিবার বরখাস্ত হওয়া বিজেপি বিধায়ক ভীম লাল আরিয়াও কং বিধায়কদের ওই দলে রয়েছে বলে খবর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: উত্তরাখণ্ডে সরকার সংকটে ৷ সরকার অটুট রাখতে সমস্ত পন্থা নিচ্ছে কংগ্রেস ৷ সূত্রের খবর, উত্তরাখণ্ডের সমস্ত কংগ্রেস বিধায়কদের রবিবার রামনগরের কোনও সুরক্ষিত অজ্ঞাত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ শনিবার বরখাস্ত হওয়া বিজেপি বিধায়ক ভীম লাল আরিয়াও কং বিধায়কদের ওই দলে রয়েছে বলে খবর ৷
advertisement

অন্যদিকে, রবিবার সকাল থেকেই ট্যুইটারে বিজেপি এবং নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধি ৷ উত্তরাখণ্ড সমস্যা নিয়ে বিজেপিকে তোপ দেগে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি বলেন, ‘অরুণাচলের পর এবার উত্তরাখণ্ড। টাকা ও পেশীশক্তি ব্যবহার করে বিধায়কদের কিনে নিচ্ছে বিজেপি। এটাই মোদীজির আসল মুখ।’ গণতান্ত্রিক ভারতে বিজেপির এই স্বৈরাচার মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়ে ট্যুইট করেন সোনিয়া পুত্র ৷

advertisement

রাহুল গান্ধির এই ট্যুইটের আগেই উত্তরাখণ্ড সরকারের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর বক্তব্য, ‘উত্তরাখণ্ড নিয়ে জট বাড়াচ্ছে কংগ্রেস ৷ এই ইস্যুতে বৈঠক করুক কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উত্তরাখণ্ড বিধানভায় কংগ্রেস সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উঠছে প্রশ্ন ৷ সমস্যার সূত্রপাত বেশ কিছুদিন আগেই ৷ একটি অর্থবিল পাশ করতে গিয়ে সরকার ৩৬ টি ভোটের বদলে বিলের সমর্থনে মাত্র ৩২টি ভোট পান ৷ এরকম নড়বড়ে পরিস্থিতিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে কংগ্রেসের নয় বিধায়ক ৷ শনিবার এই নয় নেতাকে নোটিস পাঠিয়েছেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার জিএস কুঞ্জওয়াল ৷ বিরোধী বিজেপি শক্তি ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যালঘিষ্ঠ রাওয়াত সরকার ভেঙে দেওয়ারও আবেদন জানিয়েছেন। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেছেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তিনি তৈরি ৷ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে পদত্যাগ করতেও প্রস্তুত। রাজ্যপাল কৃষ্ণকান্ত পল মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে ২৮ মার্চের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সরকার বাঁচাতে বিধায়কদের সরাল কংগ্রেস, রাহুল তুলল বিধায়ক কেনাবেচার অভিযোগ