কমিশন যোগী আদিত্যনাথকে নির্দেশ দিয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে তাঁকে৷
গত পয়লা ফেব্রুয়ারি দিল্লিতে একটি নির্বাচনী প্রচার সভায় বলেন, 'এর আগে কাশ্মীরের কিছু মানুষ পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে পাথর ছুড়ত। কেজরিওয়ালের দল, কংগ্রেস তাদের সমর্থন করত। কিন্তু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। একই ভাবে পাকিস্তানের জঙ্গিদের নরকে পাঠাচ্ছেন আমাদের জওয়ানরা। কংগ্রেস ও কেজরিওয়াল ওদের বিরিয়ানি খাওয়াত। আমরা ওদের গুলি খাওয়াই। আসলে দিল্লিবাসীর উপর কেজরিওয়ালের ভরসা নেই৷ তাই ইমরান খানের সাহায্য নিচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য৷ কেজরিওয়ালের পক্ষে কথা বলছে পাকিস্তানের মন্ত্রী কথা বলছেন৷'
advertisement
দিল্লির নির্বাচনে আদিত্যনাথ বিজেপির তারকা প্রচারকদের মধ্যে একজন৷ দিল্লি নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিবৃতি দিয়ে একের পর এক বিতর্কের কেন্দ্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই তালিকায় আরও একটি সংযোজন হয়েছে আজ অর্থাত্ বৃহস্পতিবার৷ এ বার যোগীর বক্তব্য, দেশভাগের সময় যে সব মুসলিমরা ভারতেই থেকে গিয়েছিলেন, তাঁরা দেশের জন্য কোনও দয়া করেননি৷
বিবিসি-কে দেওয়া সাক্ষাত্কারে যোগী বলেন, 'ওদের উচিত ছিল দেশভাগের বিরোধিতা করা৷ দেশভাগ না-হলে পাকিস্তান তৈরি হত না৷' সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে বিক্ষোভ চলছে, তখন যোগী আদিত্যনাথের এই বিবৃতি খুবই তাত্পর্যপূর্ণ৷ শনিবার অর্থাত্ ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট৷