উত্তরপ্রদেশ সরকারের গোপনীয়তা দফতরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ১৫০ জন সরকারি অফিসারদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করার কথা বলা হয়েছে । সরকারি অর্থ তছরুপ, রেশন কেলেঙ্কারি, ক্ষতিপূরণের টাকা লোপাট ইত্যাদি অভিযোগ তোলা হয়েছে ওই অফিসারদের বিরুদ্ধে । ক্রাইম ব্রাঞ্চের নেতৃত্বে এফআইআর দায়ের ও তারপর তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে । গোটা বিষয়টি নিয়েও গোপনীয়তা রক্ষা করার কথাও বলেছে যোগী সরকার ।
advertisement
আরও পড়ুন: তেলেঙ্গানার নির্বাচনের আগে জোটবদ্ধ কংগ্রেস,টিডিপি, সিপিআই, রাষ্ট্রপতি শাসনের আর্জি জোট নেতাদের
উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই দুর্নীতি বিরোধী নীতির কথা বলেছিলেন যোগী । এক মাস আগে একটি রিভিউ মিটিং-এ জানানো হয় প্রায় ৪৫০টি দুর্নীতির মামলা এখনও পর্যন্ত অমীমাংসিত রয়েছে । সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলিও সঠিকভাবে কাজ করেনি। অমীমাংসিত মামলাগুলির ফাইল চেয়ে পাঠিয়েছিলেন যোগী । এরপরই যোগীর নির্দেশে গঠিত হয় একটি বিশেষ কমিটি ও শুরু হয় তদন্ত ।
আরও পড়ুন: সামান্য স্বস্তি, ৬দিন পর আজ অপরিবর্তিত থাকল জ্বালানির দাম
১৪৪টি মামলায় এফআইআর দায়ের করেছে অর্থনৈতিক অপরাধ বিভাগ ও অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রায় ১৫০ জন আধিকারিক ও সরকারি কর্মচারী । এই ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে উচ্চমহলে । সরকারি মুখপাত্র শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, যোগী সরকার দুর্নীতিমূলক কোনওরকম ঘটনা বরদাস্ত করবে না। প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হবে ও অপরাধীদের জেলে পাঠানো হবে ।