স্বাধীনতা দিবস পালন নিয়ে বিস্তারিত নির্দেশ সহ একটি নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। এছাড়া প্রতিটি জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের আলাদা করে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয় প্রত্যেক আধিকারিককে নিজেদের এলাকার মাদ্রাসায় উৎসব পালনের ছবি ও ভিডিও রেকর্ড করতে হবে ৷ ভিডিও রেকর্ডিংয়ের নির্দেশের পিছনে সরকারের যুক্তি, যাতে ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠানের জন্য এই ভিডিও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে ৷
advertisement
নির্দেশিকা অনুযায়ী সকাল আটটায় প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে ৷ এরপর জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা সংগ্রামী ও সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন পড়ুয়ারা ৷ স্বাধীনতার উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোর্টস ইভেন্ট আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনুষ্ঠান শেষের পর পড়ুয়াদের জন্য মিষ্টির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পরিষদ।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা পরিষদ হিন্দি ও উর্দু ভাষায় ‘জন গন মন’-এর শব্দগুলি লিখে পাঠিয়েছে ৷
বর্তমানে উত্তরপ্রদেশে ৮ হাজার মাদ্রাসা পরিষদের অন্তর্ভুক্ত ৷ এর মধ্যে ৫৬০টি সরকারি সাহায্যপ্রাপ্ত ৷