শনিবার সকাল ৬:৩০ নাগাদ পুঞ্চ সেক্টরে গোলা ছুড়ছিল ও গুলি চালাচ্ছিল পাক সেনা ৷ গত বছর আজকের দিনে খতম হয় হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি। এরপর থেকেই উত্তেজনায় ছড়ায় উপত্যকা জুড়ে ৷ এদিন বুরহানের মৃত্যু উপলক্ষ্যে কাশ্মীরে অশান্তি ছড়াতে পারে বিছিন্নতাবাদীরা বলে আশঙ্কা করা হয়েছিল ৷ তার জেরেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে ৷ ত্রাল ও উপত্যকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷
advertisement
এরই মাঝে পুঞ্চ সেক্টরে হামলা চালায় পাক সেনা ৷ অন্যদিকে সেনা টহল দেওয়ার সময় তাদের কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি ৷
বুরহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ সমস্তরকম পরীক্ষা বাতিল করা হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের তরফে। পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে ৷ গৃহবন্দী করে রাখা হয়েছে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে ।