TRENDING:

৪৫০ গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের উপর বজ্রপাত, ভয়ঙ্কর কাণ্ড হাইওয়ের উপর

Last Updated:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে বিস্ফোরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: জয়পুর-কোটা হাইওয়ের উপর ভয়ঙ্কর কাণ্ড। হনুমান নগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। হাইওয়েতে চলন্ত একটি ট্রাকের উপর বজ্রপাত হয়। সেই ট্রাকে ৪৫০টি রান্নার গ্যাস ভর্তি ছিল। বাজ পড়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই উল্টে যায় ট্রাকটি এবং বিস্ফোরণ শুরু হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে বিস্ফোরণ। গোটা এলাকা থমথমে এখনও। আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
advertisement

জানা গিয়েছে, বজ্রপাতের ঘটনার পর ১৫ ঘন্টা কেটে গেলেও এনএইচ-৫২-তে যান চলাচল বন্ধ। বুধবার সকালেও কোটা, আজমের ও জয়পুর যাওয়ার সমস্ত যানবাহন আটকে রয়েছে। বেলা বাড়ার পর সেইসব যানবাহনগুলোকে অন্য রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সকাল থেকেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। গ্যাস কোম্পানির কর্মচারীদেরও ঘটনাস্থলে ডাকা হয়েছে। বহুদূর পর্যন্ত সিলিন্ডারের টুকরো ছড়িয়ে পড়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক ড্রাইভার ও খালাসি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটনের মরশুমে পুরুলিয়ায় বাড়তি নিরাপত্তা, জনপ্রিয় স্পটে চালু বন দফতরের হেল্প ডেস্ক
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরই ট্রাকে আগুন ধরে যায়। আর সেই আগুন এতটাই ভয়াবহ ছিল যে পাঁচ-সাত কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। ঘটনার কিছুক্ষণ পরই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে তখনও বিস্ফোরণ ঘটছিল। তাই ট্রাকের কাছাকাছি আর যেতে পারেননি দমকল বাহিনীর কর্মীরা। জানা গিয়েছে, রাত আটটা নাগাদ বজ্রপাত হয়। ট্রাকের উপর বজ্রপাত হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাকে থাকা সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হতে শুরু করে। একের পর এক সিলিন্ডার ফেটে টুকরো ছড়িয়ে পড়ে এক-আধ কিলোমিটার দূর পর্যন্ত। এমনকী বহু বাড়ির ছাদে গিয়েও পড়েছে সেই সব সিলিন্ডারের টুকরো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৪৫০ গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের উপর বজ্রপাত, ভয়ঙ্কর কাণ্ড হাইওয়ের উপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল