TRENDING:

Tripura Politics: ত্রিপুরায় নানা প্রান্তে অশান্তি ! একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন

Last Updated:

দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে আজ থেকে জেলায় জেলায় যাবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ভোট মিটতেই অশান্তি শুরু ত্রিপুরা রাজ্যের একাধিক জায়গায়। বাম-কংগ্রেস জোট দায়ী করছে বিজেপিকে। বিজেপির তরফে পাল্টা তোপ দাগা হচ্ছে বাম-কংগ্রেস জোটকে। এমনকী, তিপ্রামোথার তরফেও শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে। এরই মধ্যে আজ, সোমবার থেকে রাজ্যের একাধিক জায়গায় যাবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় এবার জেলা স্তরীয় কমিটি গঠন। ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে গঠন করা হল এই কমিটি।
ত্রিপুরায় নানা প্রান্তে অশান্তি, একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন
ত্রিপুরায় নানা প্রান্তে অশান্তি, একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন
advertisement

বাম-কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলল বিজেপি। ভোটে ভাল ফল করতে পারবে না বাম-কংগ্রেস জোট। তাই এই ধরণের অশান্তি তৈরি করছে জোট। এই অভিযোগ নিয়ে ত্রিপুরার জেলায় জেলায় যাবে বিজেপি। রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্য সভাপতির কাছে।এরই মধ্যে, সন্ত্রাসের জেরে আহত সিপিএম কর্মী দিলীপ শুক্ল দাসের মৃত্যু হল জিবি হাসপাতালে। অভিযোগের তির শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পরে মৃতদেহ নিয়ে টালবাহানায় হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। কল্যাণপুরের দ্বারিকাপুরে দিলীপ শুক্ল দাসের মৃত্যুর ঘটনাটি কোন রাজনৈতিক ঘটনা নয়। ব্যক্তিগত শত্রুতার কারণেই দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয় এবং এর ফলে গুরুতর আহত দিলীপ শুক্ল দাসকে প্রথমে জিবি হাসপাতালে আনা হয় এবং পরে তিনি মারা যান। এই ঘটনায় প্রধান আসামিদের গ্রেফতার করেছে কল্যাণপুর থানা। প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

advertisement

আরও পড়ুন- খরচ চার কোটি! মুখ্যমন্ত্রীর বাঁকুড়ার প্রশাসনিক সভা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

যদিও এই কথা মানতে নারাজ বামেরা। তাদের বক্তব্য সত্য ঘটনা চেপে রাখার জন্য এই সব বলা হচ্ছে। এমনকী, তাদের অভিযোগ মৃতদেহকে তাদের দলীয় কার্যালয়ে অবধি আনতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার। কথা বলেন নিহতর পরিবারের সঙ্গে। দলীয় কর্মীদের বোঝান। তার পর রাতে অবরোধ ওঠে।অন্যদিকে, পরাজয় নিশ্চিত জেনে বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস গোটা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। রাজ্যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। একথা বলছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: ত্রিপুরায় নানা প্রান্তে অশান্তি ! একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল