আরও পড়ুন– আজও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরায় দুই দফার ভোটে আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এর আগেই ভোটারদের নিজেদের অনুকূলে আনতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি।
advertisement
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। সব জায়গাতেই মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে বেশ সাড়া দিচ্ছেন। আজও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোনামুড়ায় নির্বাচনী প্রচারে এসেছি। প্রধানমন্ত্রী সবসময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। জনকল্যাণমূলক কাজ রূপায়ণে গ্যারান্টি দিচ্ছেন তিনি। আর সেই গ্যারান্টির বাস্তবায়নেও গ্যারান্টি দিচ্ছেন প্রধানমন্ত্রী। সোনামুড়ায় অনুষ্ঠিত পদযাত্রায় প্রচুর মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এখান থেকেই স্পষ্ট যে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের রায় দেবেন। ’’
আরও পড়ুন- রাশিফল ১ এপ্রিল; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
বিরোধীদের নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিরোধী জোট নিয়ে আর কী বলব। তারা নাম দিয়েছে ‘ইন্ডিয়া জোট’। আস্তে আস্তে সেটা ভেঙেই যাচ্ছে। এক এক জায়গায় এক এক নীতি নিয়ে চলছে তারা। পশ্চিমবঙ্গে এক নীতি, দিল্লিতে এক নীতি, ত্রিপুরায় এক নীতি নিয়ে চলছে তারা। আর এটাকে জোট বলা যায় না। জোটের নামে কার্যত মানুষকে বিভ্রান্ত করছে তারা। আমি নিশ্চিত এই জোট নিয়ে কাজের কাজ কিছুই হবে না। আসন্ন লোকসভা নির্বাচনে জনতার আশীর্বাদে রাজ্যের দুটি আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা।’’