শিলান্যাস হওয়া নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে – জিরানিয়া মোটরস্ট্যান্ড, জোলাইবাড়ি মোটরস্ট্যান্ড, মেলাঘর মোটরস্ট্যান্ড, জেলা পরিবহন অফিস, তেলিয়ামুড়া, খোয়াই জেলা এবং জেলা পরিবহণ অফিস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। এছাড়া ভার্চুয়ালি উদ্বোধন হয় খোয়াই জেলার পুরান বাজারস্থিত ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স। পরিবহণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সর্বমোট ৪০.৫৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
advertisement
আরও পড়ুন : ফ্রান্স সফর শেষ করে আমেরিকা পৌঁছলেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘আজকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন পরিবহণ দফতরের ইতিহাসে তো বটেই, রাজ্যের ইতিহাসেও এক নতুন পালক যুক্ত করেছে। তিনি বারবার বলছেন কাজের কোনও বিকল্প নেই। তিনি আমাদের হিরা মডেল দিয়েছেন। রাজ্যে ৬টি জাতীয় সড়ক দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে এখন দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা রয়েছে। রেল পরিষেবারও উন্নতি হয়েছে। রেলের আধুনিকীকরণের জন্য আর্থিক সহায়তা করছেন প্রধানমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় প্রায় ১২টি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে সারা উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরার জন্যও মৌ হয়েছে। কিছুদিন আগে এটিটিএফ ও এনএলএফটি বৈরী গোষ্ঠীর সঙ্গে দিল্লিতে মৌ স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পন করে মূলস্রোতে ফিরে এসেছেন। এখন ত্রিপুরা উগ্রপন্থা মুক্ত রাজ্য।’