TRENDING:

'কাউকে রেয়াত নয়', নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

Last Updated:

দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানান মুখ্যমন্ত্রী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা:  রাজনৈতিক সংঘর্ষে নিহত দলীয় কর্মীর বাড়িতে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধলাই জেলার আমবাসা মহকুমার কচুছড়া থানাধীন ডাববাড়ি এলাকায় প্রয়াত প্রিয়তোষ দাসের বাড়িতে যান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা। উল্লেখ্য, গত কয়েক মাস আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন বিজেপি কর্মী তথা শক্তিকেন্দ্রের ইনচার্জ প্রিয়তোষ দাস-সহ তাঁর মা ও বাবা। ধলাই জেলাতে বিভিন্ন সরকারি কর্মসূচিতে গিয়ে নিহত দলীয় কর্মীর বাড়িতে যান স্বপার্ষদ মুখ্যমন্ত্রী।
মানিক সাহা ও তাঁর পার্ষদরা
মানিক সাহা ও তাঁর পার্ষদরা
advertisement

সেখানে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। বেশ কিছু সময় তাঁদের বাড়িতে থাকেন তিনি। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের রেয়াত করা হবে না। আইনি পথে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আইন আইনের পথে চলবে। দোষীদের যাতে কঠোর শাস্তি হয় এজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার পরিবারটির পাশে থাকবে এবং সরকারি নীতি মেনে প্রয়োজনীয় সহায়তা করা হবে।"

advertisement

আরও পড়ুন: নদিয়ায় শাসকদলের জমি নড়বড়ে? ভোটের আগে আজ প্রশাসনিক 'ক্লাস' নেবেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি, এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এককালীন সহায়তা হিসেবে ২ লক্ষ টাকার চেক স্বর্গীয় প্রিয়তোষ দাসের সহধর্মিণী সিমলা দাসের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। দল আগামীদিনেও তাঁদের পরিবারের পাশে থাকবে বলে বার্তা দেন তিনি। এদিন পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ ভারতীয় জনতা পার্টির জেলা স্তরের নেতৃত্ব এবং অন্যান্য পদাধিকারীগণ। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের শোকার্ত পরিজনেরা।

advertisement

আরও পড়ুন: ঝগড়া করলে ব্রেন খারাপ হয়ে যায়, ঝগড়া চললে সম্পর্ক রাখব না: মমতা

এরপরে ধলাই জেলা জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি এবং অগ্রগতি নিয়ে, ধলাই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী চলমান বিভিন্ন প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ প্রদান করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'কাউকে রেয়াত নয়', নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল