TRENDING:

Tripura Assembly Election 2023: ত্রিপুরায় আগামিকাল প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস

Last Updated:

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে মিছিল আগরতলায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: বাম-কংগ্রেস জোটের তরফে প্রার্থী তালিকা চূড়ান্ত। বামেদের পক্ষ থেকে ভোটে ৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেও দেওয়া হয়েছে। আগামিকাল, শুক্রবার প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর আগামিকাল আগরতলা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। আগামী ২ ফেব্রুয়ারি দলের তরফে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হবে।
ত্রিপুরায় আগামিকাল প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় আগামিকাল প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস
advertisement

ইতিমধ্যেই কলকাতায় এক দফা বৈঠক সেরে গিয়েছিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ সেখানে উল্লেখ করা হয়েছিল তারা ৬০ আসনেই প্রার্থী দেবে। এদিন জানা গিয়েছে, সেই প্রস্তুতি চূড়ান্তই করা আছে। অন্যদিকে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকতে পারেন তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।

আরও পড়ুন- ‘অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে গতবারের থেকে এবার কয়েকগুণ বেশি আসন পাব...’: সুকান্ত

advertisement

‘গণতন্ত্র রক্ষার শপথ নিন, নিজের ভোট নিজে দিন’ - এই স্লোগানকে সামনে রেখে আগরতলার বুকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। পশ্চিম ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলা চিত্তরঞ্জন রোডে স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বৃহত্তর মিছিল সংগঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান আশীষ লাল সিং, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব, পশ্চিম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শিবপ্রসাদ চৌধুরী, ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শিবপ্রসাদ চৌধুরী বলেছেন, ‘‘আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে রাজ্য কমিটির উদ্যোগে আসন্ন নির্বাচনে ‘নিজের ভোট নিজে দিন, গণতন্ত্র সুরক্ষা করুন’ এই বার্তা সামনে রেখে মিছিল করছি। আজকে জাতীয় ভোটার দিবসে সমস্ত ত্রিপুরাবাসীকে আবেদন জানাচ্ছি আপনারা নিজের ভোট, নিজে দিন এবং নিজের শক্তি প্রয়োগ করুন। আপনাদের নিজেদের ইচ্ছাকে বাস্তবায়ন করতে আসন্ন ত্রিপুরার নির্বাচনে অংশগ্রহন করুন।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: ত্রিপুরায় আগামিকাল প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল