ট্রাভেল ম্যাগাজিন ট্রাভেল অ্যান্ড লেইজারের এই তালিকায় উদয়পুর এবং মুম্বই বিশ্বের সেরা ১০ শহরের অন্তর্ভুক্ত। তবে মুম্বই এই তালিকায় দশম স্থানে রয়েছে। চলতি বছরের বিগত ৭ মাসের মধ্যে ষষ্ঠ বার আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেতে চলেছে উদয়পুর। এই সার্ভেতে ট্যুরিস্ট সাইট, ল্যান্ডমার্ক, সংস্কৃতি, খাবার, আতিথেয়তা, মার্কেটিং এবং দ্রব্যমূল্যের ভিত্তিতে পর্যটকরা রেটিং দিয়েছিলেন। উদয়পুর এই সার্ভেতে মোট ৯৩.৩৩ নম্বর পেয়েছে।
advertisement
শীর্ষ দশে মেক্সিকোর তিনটি শহর, এক নম্বরে ওহাকা শহর, দেখে নেওয়া যাক তালিকা-
১. ওহাকা, মেক্সিকো
২. উদয়পুর, ভারত
৩. কিয়োতো, জাপান
৪. উবুদ, ইন্দোনেশিয়া
৫. সান মিগুয়েল ডি, মেক্সিকো
৬. মেক্সিকো সিটি, মেক্সিকো
৭. টোকিও, জাপান
৮. ইস্তাম্বুল, তুরস্ক
৯. ব্যাংকক, থাইল্যান্ড
১০. মুম্বই, ভারত
এই কোম্পানির ডেপুটি ডিরেক্টর শিখা সাক্সেনা জানিয়েছেন, রয়্যালিটি, ট্যুর প্ল্যানিং, আতিথেয়তা, ঐতিহ্য বা ইতিহাস ইত্যাদি নানা দিক থেকে উদয়পুর এগিয়ে রয়েছে। এসব কারণে আমাদের দেশের লেকসিটি আন্তর্জাতিক পর্যটনে শীর্ষ স্থান অধিকার করেছে। সারা বিশ্বের পর্যটকরা এখানে আসতে আগ্রহী। নাইট ট্যুরিজম, অ্যাক্টিভিটি বেস এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এখানে।
উদয়পুর দেশের নিরাপদ শহরের অন্তর্ভুক্ত
গত ৪ এপ্রিল, ২০২৩ তারিখে ট্রাভেল ট্রায়াঙ্গল রাজস্থানে ৭টি গন্তব্যের নাম প্রকাশ করেছে। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উদয়পুরের ফতেহসাগর-পিচোলা লেক। ২০ এপ্রিল, আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০২৩ সালে বিশ্বের ২৩টি সেরা স্থানের নাম প্রকাশ করেছে। এতে দেশ থেকে কেবলমাত্র উদয়পুরের নাম অন্তর্ভুক্ত করা হয়। ২৪ এপ্রিল, ট্যুরিজম পোর্টাল দ্য প্ল্যানেট উদয়পুরকে বিশ্বের ১৭টি রোমান্টিক শহরের মধ্যে চতুর্থ স্থান দিয়েছে। ২৭ এপ্রিল, বিজনেস ম্যাগাজিন ফোর্বস অ্যাডভাইজার এপ্রিল মাসে ভারতে ভ্রমণের জন্য সেরা ৮টি স্থানের নাম প্রকাশ করেছে, এতে দ্বিতীয় স্থান পেয়েছে উদয়পুর। ১৪ মে, ট্র্যাভেল অ্যান্ড লেইজার একক মহিলাদের ভ্রমণের জন্য দেশের ১৭টি নিরাপদ শহরের মধ্যে উদয়পুরকে ১১তম স্থান দিয়েছে।