সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ি। ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছেছে। ট্রেন দু’টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত সন্দেশখালি নিয়ে বড় সিদ্ধান্ত! শনিবারের ঘটনাতেই ঘুরে গেল মোড়
জানা গিয়েছে, রবিবার সকালে পঞ্জাবের শিরহিন্দের কাছে মাধোপুরে দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরাল ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুড়ির টিনের দুমড়ে মুচড়ে যায় মালগাড়ির কামরাগুলি। মালগাড়ির কামরার উপরে উঠে যায় উল্টোদিক থেকে আসা মালগাড়ির ইঞ্জিন। একাধিক কামরার চাকাও ভেঙে গিয়েছে বলে দেখা যায় ভিডিওতে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, সিগন্যালিংয়ের কোনও সমস্যা বা ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সমস্ত বিষয় খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।