TRENDING:

Shopian Encounter: জম্মু-কাশ্মীরের পুলিশের চাকরি ছেড়ে জঙ্গিগোষ্ঠীতে যোগ, এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার

Last Updated:

২০১৭-এ পুলিশের চাকরি ছেড়ে যোগ দেয় লস্কর শিবিরে৷ তারপর থেকে লস্করের কমান্ডার হিসেবেই কাজ করত ইশফাক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু ও কাশ্মীর: রবিবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় (Shopian Encounter)সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে লস্করের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ কাশ্মীরে অবস্থিত শোপিয়ানের চেক সাদিক খান এলাকায় সুরক্ষা বাহিনী তল্লাশি অভিযান চালায়৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মিলেছিল৷ তল্লাশি চলাকালীন সন্ত্রাসবাদীরা সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করে। এরপরই শুরু হয় গুলির লড়াই৷ ২ জঙ্গির মৃত্যু হয়, যার মধ্যে ছিল লস্করের টপ কমান্ডার ইশফাক৷
advertisement

মৃত জঙ্গির নাম ইশফাক-আহ-দার ওরফে আবু আরকন (Ishfaq ah dar aka Abu Arkan Heef Shirmal)৷ ২০১৭ থেকে এই এলাকায় লস্করের হয়ে সক্রিয় ছিল সে। লস্কর-ই-তৈবার (Lashkar-i-Taiba)অন্যতম প্রধান সেনানি হিসেবে কাজ করত ইশফাক৷ এই নিয়ে ১ জানুয়ারি থেকে কাশ্মীরে কয়েকজন শীর্ষ কমান্ডারসহ মোট ৮০ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তাকর্মীরা৷ নিহত ৮০ জনের মধ্যে ৪১ জন লস্কর জঙ্গি।

advertisement

মৃত লস্কর জঙ্গি ইশফাক

অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে৷ মৃত জঙ্গি ইশফাক একসময় জম্মু ও কাশ্মীরের পুলিশ জওয়ান ছিল৷ ২০১৭ সালে চাকরি ছেড়ে দিয়ে লস্করে নাম লেখায় সে৷ তারপর থেকে শুরু হয় তার জঙ্গি কার্যকলাপ৷

advertisement

এর আগে শুক্রবার শ্রীনগরে সুরক্ষা বাহিনীর সাথে লড়াইয়ে লস্কর-ই-তৈয়বার দুই জঙ্গি নিহত হয়। পুলিশের এক মুখপাত্র জানান, “শ্রীনগরের ডানমার এলাকায় অবস্থিত আলমদার কলোনীতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে। শুক্রবার ভোরে তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল৷ কিন্তু তারা যৌথ অপারেশন টিমের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুখপাত্র জানান, "এই লড়াইয়ের সময় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার দুই জঙ্গি নিহত হয় এবং তাদের দেহ উদ্ধার করা হয়েছে।" তাদের নাম ইরফান আহমেদ সোফি এবং বিলাল আহমেদ ভাট৷ দুজনই শ্রীনগরের নাটিপোরার বাসিন্দা। এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা কর্মীরাও আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ ও সিআরপিএফ কর্মী রয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Shopian Encounter: জম্মু-কাশ্মীরের পুলিশের চাকরি ছেড়ে জঙ্গিগোষ্ঠীতে যোগ, এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল