তবে এবার রজনীকান্ত বা ‘কাবালি’ নয়, বরং তেলেগু ছবির দুই স্টার পবন কল্যাণ ও জুনিয়ার এনটিআরকে সামনে রেখে দুই ফ্যানের লড়াইয়ে রীতিমতো খুনোখুনি ঘটে গেল কর্ণাটকে ৷
দক্ষিণী নিউজ মিনিটের খবর অনুযায়ী, রবিবার কর্ণাটকের ভেঙ্গল এলাকায় বিনোদ কুমার নামের এক ব্যক্তি নায়ক পবন কল্যাণের অন্ধ ভক্ত ৷ এমনকী, পবন কল্যাণ যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাঁর সদস্যও ছিলেন তিনি ৷ রবিবার সন্ধে নাগাদ, ভেঙ্গল এলাকার এক পানশালায়, অন্য এক ব্যক্তির সঙ্গে পবন কল্যাণকে নিয়ে বচসা শুরু করেন বিনোদ কুমার ৷ জানা গিয়েছে, অন্য ব্যক্তি জুনিয়ার এনটিআরের অন্ধ ভক্ত ৷ আর সেই বচসা থেকেই রীতিমতো হাতাহাতিতে গিয়ে পৌঁছন দুই ফ্যান৷ শেষমেশ অন্য ব্যক্তি ছুড়ি দিয়ে বিদ্ধ করেন বিনোদ কুমারকে ৷ ঘটানস্থলেই মৃত্যু হয় পবন কল্যাণের ফ্যানের ৷
advertisement
পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন পবন কল্যাণ ও জুনিয়ার এনটিআর ৷ তদন্ত চলছে৷ আপাতত, অভিযুক্তকে আটক করেছে ভেঙ্গল থানার পুলিষ ৷