ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, "সিপিআইএমের সাথে যারা আছে তাদের সাথে তৃণমূল কোনও সমঝোতা করবে না এবং আমি তাদের সাথে কোনো রকমের রাজনৈতিক আলোচনা করতে চাই না। ৬০টি আসনের প্রার্থী নিয়ে আমাদের আলোচনা চলছে। মানুষ সিপিআইএমের রাজনীতি দেখছে, বিজেপিকে দেখেছে, কংগ্রেসকে বারবার দেখেছে সিপিআইএমের দোসর হিসেবে, ওদের কাঁধে ভোর করেই বারবার সিপিআইএম ক্ষমতায় এসেছে, রাজ্যে একটা অরাজকতার সৃষ্টি করেছে। সামনের দিনে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে এবং তৃণমূল সরকার গঠন করবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের যতগুলি প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্প ত্রিপুরায় লাঘু হবে, সম্পূর্ণ ভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে।"
advertisement
আরও পড়ুন: '...দশ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে', বড় সতর্কতা রেলরক্ষী বাহিনীর
প্রসঙ্গত আজ থেকেই ত্রিপুরা জুড়ে রথ যাত্রার মাধ্যমে জন বিশ্বাস যাত্রা শুরু করছে বিজেপি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সূচনা করবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই অনুষ্ঠানের শেষ করবেন। গোটা রাজ্য জুড়ে এই রথ যাত্রা পালন করবে। বিরোধীরা অবশ্য এই রথ যাত্রাকে কেন্দ্র করে ফের অশান্তির আশঙ্কা করছে। যদিও বিরোধীদের সেই অভিযোগকে অস্বীকার করেছে শাসক শিবির।
আরও পড়ুন: মরশুমের শীতলতম দিন আজ, কলকাতায় তাপমাত্রার বড় পতন! শীতের কাঁপন জেলায় জেলায়
তাদের বক্তব্য রাজ্য জুড়ে যে সমস্ত উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেই বার্তাই দেওয়া হবে। এরই মধ্যে অবশ্য উদয়পুর জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়ি জ্বালিয়ে দেওয়া। অশান্তির একাধিক ঘটনা ঘটেছে। যা নিয়ে চাপানউতোর চলছে বিজেপি-বামেদের মধ্যে।