আজ মাথাবাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করবেন ত্রিপুরার অবস্থানরত নেতামন্ত্রীরা। শুক্রবার ত্রিপুরা পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকছে বড় চমক।
বুধবার ত্রিপুরা একটি সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু। বলেন, "ত্রিপুরায় ফ্যাসিবাদি সরকার গণতন্ত্রকে লাটে তুলে দিয়েছে। আমরা বুঝতে পারছি ওরা ভয় পাচ্ছি আসলে।"
বাংলার পড়শি রাজ্য ত্রিপুরায় অস্তিত্ব সম্প্রসারিত করতে মরিয়া তৃণমূল। জোড়াফুল শিবিরের লক্ষ্য ২০২৪ লোকসভা ভোটের আগেই ত্রিপুরাতে বিজেপিকে বড় ধাক্কা দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে একদিকে যেমন জমি জরিপের কাজ শুরু করেছে আইপ্যাক তেমনি সাংগঠনিক ঘুঁটি সাজানোও চলছে। এই কারণেই ব্রাত্য বসুরা থেকে গিয়েছেন ত্রিপুরায়। আজ পৌঁছচ্ছেন ডেরেক ও'ব্রায়েন কাকলি ঘোষ দস্তিদাররা। ঠিক ছিল আজই ত্রিপুরায় পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে দিল্লিতে অন্য কাজ থাকায় তিনি ত্রিপুরা যাত্রা পিছিয়ে শুক্রবার করেছেন। অভিষেক রাজ্যের অন্যান্য মন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরায় তৃণমূল ঠিক কী চ্যালেঞ্জ ছুড়ে দেয় শুক্রবার বিপ্লব দেব সরকারকে, তা দেখার জন্য মুখিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।
advertisement