ইতিমধ্যেই ডেরেক'ও ব্রায়ান সেখানে ঘাঁটি গেড়ে আছেন ৷ একাধিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেছেন। ২০১৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। বিজেপি জিতেছিল ১৩টি আসন। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি সরকার গঠন করে। এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস।
advertisement
বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী যে মমতা বন্দ্যোপাধ্যায়ই তা বোঝাতে পশ্চিমের রাজ্যে এবার সংগঠন গড়তে চলেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছিলেন, যেখানে যাবেন সেখানে একটি বা দুটি আসন পাওয়া লক্ষ্য নয়। আসলে তারা চাইছেন পাকাপোক্ত সংগঠন গড়ে তুলতে।
আরও পড়ুন-ডেড সি-র দুর্দশা তুলে ধরতে নগ্ন হয়ে ছবি তুললেন ২০০ নারী-পুরুষ !
ইতিমধ্যেই তৃণমূল সেই কাজ শুরু করেছে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে। এবার সেই কাজই তারা শুরু করবে গোয়ায়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন গোয়ার একাধিক প্রাক্তন ফুটবলার, এক অভিনেত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক অধুনা তৃণমূল নেতা লুইজিনহো ফালেরিও হাত ধরে তৃণমূলে যোগ দিতে পারেন। এক সময়ের কংগ্রেসের এই প্রবীণ নেতা জাতীয় রাজনীতিতেও অত্যন্ত পরিচিত নাম। ২০১৩ সাল থেকে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য যা সেভেন সিস্টার নামে পরিচিত তার দায়িত্বে ছিলেন ইনি। যার মধ্যে ছিল ত্রিপুরা রাজ্য।
ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে সংগঠন পাকাপোক্ত করতে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সুস্মিতা দেব দায়িত্ব নেওয়ার পরে প্রতিদিন এই রাজ্যে সময় দিচ্ছেন। আগামী দিনে তার লক্ষ্য যে এই রাজ্য সেটাও বুঝিয়ে দিয়েছেন অভিষেক। এছাড়া কলকাতা থেকে পালা করে তৃণমূলের সাংসদ-মন্ত্রী, সাংগঠনিক নেতারা যাতায়াত করছেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও তৃণমূলে যোগ দেওয়ায়, একই ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপির আসন বর্তমানে ২৭, কংগ্রেসের ৫, গোয়া ফরোয়ার্ড পার্টির ৩, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির হাতে ১, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাতে ১ ও নির্দলদের হাতে রয়েছে ৩টি আসন। যদিও ২০১৭ সালে গোয়ায় কংগ্রেস পেয়েছিল ১৭ আসন। বিজেপি পেয়েছিল ১৩ আসন। বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী যদি কেউ হতে পারে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেটাই বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।
অন্য বিজেপি বিরোধী দলকে ভোট দিলে সেই দলের বিধায়ক শিবির বদলে ফেলতে পারেন। তৃণমূলকে ভোট দিলে তারা বিজেপি বিরোধী শিবিরেই থাকবে এটা বুঝিয়ে দিতে চায় তৃণমূল কংগ্রেস। গোয়ার রাজনৈতিক অবস্থান বুঝতে ইতিমধ্যেই সেখানে ঘাঁটি গেড়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দল। সূত্রের খবর শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি প্রতিনিধি দল সেখানে যেতে পারেন। এমনকি যেতে পারেন দলনেত্রী নতুন বছরে।
Abir Ghoshal