TRENDING:

Derek O'Brien: 'কয়েক মাস পরেই মেয়ের বিয়ে, দেখতে পারব তো?' মৃত্যুভয় এখনও তাড়া করছে তৃণমূল সাংসদ ডেরেককে

Last Updated:

গত ২১ মে দিল্লি থেকে শ্রীনগর যেতে গিয়ে মাঝআকাশে ভয়ঙ্কর দুর্যোগ এবং শিলাবৃষ্টির মধ্যে পড়ে ইন্ডিগো-র একটি বিমান৷ শিলাবৃষ্টি, বাজের কবলে পড়ে বিমানটির স্বয়ংক্রিয় একাধিক ব্যবস্থা খারাপ হতে থাকে৷ বিপজ্জনক ভাবে বিমানটি নীচে নামতে থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কয়েক মাস পরেই একমাত্র মেয়ের বিয়ে৷ কিন্তু সেই বিয়ে কি তিনি আর দেখতে পারবেন? কয়েক দিন আগে এই চিন্তাই গ্রাস করেছিল তৃণমূলের অন্যতম সিনিয়র সাংসদ এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকে৷ কারণ সেই মুহূর্তে মৃত্যুভয় গ্রাস করেছিল তাঁকে৷ বার বার মনে পড়ছিল প্রিয়জনদের মুখ৷
তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ ফাইল ছবি
তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ ফাইল ছবি
advertisement

একা ডেরেক ও ব্রায়েন নয়, তাঁর সঙ্গী আরও চার তৃণমূল সাংসদ এবং দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানে থাকা দুশো জনেরও বেশি যাত্রীকে সেই একই ভয় গ্রাস করেছিল৷ নিজের জীবনের ভয়ঙ্করতম সেই তিরিশ মিনিটের অভিজ্ঞতাই এবার সমাজমাধ্যমে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ৷ ডেরেকের কথায়, এই ঘটনা তাঁর কাছে জীবনের অর্থই বদলে দিয়েছে৷

আরও পড়ুন: অনুব্রতকে থানায় তলব! তৃণমূল নেতার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করল পুলিশ?

advertisement

গত ২১ মে দিল্লি থেকে শ্রীনগর যেতে গিয়ে মাঝআকাশে ভয়ঙ্কর দুর্যোগ এবং শিলাবৃষ্টির মধ্যে পড়ে ইন্ডিগো-র একটি বিমান৷ শিলাবৃষ্টি, বাজের কবলে পড়ে বিমানটির স্বয়ংক্রিয় একাধিক ব্যবস্থা খারাপ হতে থাকে৷ বিপজ্জনক ভাবে বিমানটি নীচে নামতে থাকে৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেন দুই বিমানচালক৷ সেই বিমানেই দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল৷

advertisement

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ডেরেক বলেন, ‘আমি বুঝতে পারছিলাম, বাইরে যা চলছে তা স্বাভাবিক দুর্যোগ নয়৷ আমার দীর্ঘ বিমানযাত্রার অভিজ্ঞতায় কোনওদিন এরকম কিছুর মুখোমুখি হইনি আমি৷ বিপজ্জনক ভাবে বিমানটি ডানদিকে কাৎ হয়ে যায়৷ এর পর হু হু করে বিমানটি নীচের দিকে নামতে থাকে৷ প্রায় দশ মিনিট ধরে এরকম পরিস্থিতি চলতে থাকে৷ বিমানের ভিতরে তখন চিৎকার আর আর্তনাদ চলছে৷’

advertisement

ডেরেক বলেন, ‘সহযাত্রীদের সেই চিৎকার, আর্তনাদ, বিমানকর্মীদের চিৎকারে তখন উদ্বেগ, দুশ্চিন্তা যেন আরও বেড়ে গিয়েছিল৷ হঠাৎই তখন আমার মনে হল, আমার যদি সত্যিই খারাপ কিছু হয়ে যায় তাহলে তো কয়েকমাস পরে আমার একমাত্র মেয়ের বিয়েটাই আমি দেখতে পারব না৷ সেই সময় আমার মেয়ে, স্ত্রী, ভাই, ভাইঝি, বন্ধু সবার মুখ আমার মনে পড়ছিল৷ ভাবছিলাম একবারও তাঁদের শেষ বিদায়টুকু জানানোরও সুযোগ পাব না? ওই বিকেলের পর আমার সেই সমস্ত সম্পর্ক, বন্ধুত্বে দাঁড়ি পড়বে, সেই যন্ত্রণাও আমাকে গ্রাস করছিল৷ সেই সময় আমার রাজনীতি, সংসদ, সোশ্যাল মিডিয়ায় আমার কত ভক্ত রয়েছে সে সব কোনও কিছুই আমার মাথায় আসেনি৷ শুধু আমার প্রিয়জনদের কথা মনে পড়ছিল৷ যাঁদের নিয়ে আমার গোটা জগৎ৷’

advertisement

জীবন মৃত্যুর এই টানাপোড়েনের মধ্যেই ধীরে ধীরে দুর্যোগ কাটিয়ে বিমানটি কোনওক্রমে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে৷ ডেরেক জানিয়েছেন, সবাই নেমে গেলেও তিনি বিমানের ভিতরে বসেছিলেন৷ বিমান থেকে নামার আগে দুই পাইলটকে ধন্যবাদ জানিয়ে আসেন তৃণমূল সাংসদ৷ তবে পাইলটদের কথা দিয়েছিলেন বলেই তাঁদের সঙ্গে কী কথোপকথন হয়েছিল, তা জানাননি ডেরেক৷

তৃণমূল সাংসদ জানিয়েছেন, এর পর এক সপ্তাহ কেটে গেলেও সেই ঘটনার রেশ তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি৷ সমাজমাধ্যমে তাঁর এই অভিজ্ঞতা ভাগ করার আগে নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গেও মৃত্যুকে খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা শুনিয়ে হাল্কা হওয়ার চেষ্টা করেন তৃণমূল সাংসদ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

ডেরেকের কথায়, দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানের ওই তিরিশ মিনিটের অভিজ্ঞতা তাঁকে নতুন করে জীবনকে চিনতে শিখিয়েছে৷ তৃণমূল সাংসদের কথায়, ‘ওই বিমানযাত্রা আমাকে বদলে দিয়েছে, আমার জীবনদর্শন বদলে দিয়েছে৷ বুঝতে শিখিয়েছে জীবন আসলে একটা উপহার৷ জীবনের প্রতি আমার কৃতজ্ঞতা আরও বেড়ে গিয়েছে৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Derek O'Brien: 'কয়েক মাস পরেই মেয়ের বিয়ে, দেখতে পারব তো?' মৃত্যুভয় এখনও তাড়া করছে তৃণমূল সাংসদ ডেরেককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল