TRENDING:

TMC: রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও

Last Updated:

TMC: ত্রিপুরার ঘটনায় এবার সেরাজ‍্যের রাজ্যপালের স্পেশাল ডিউটি অফিসারের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর। আগরতলায় ঢুকতেই প্রতিনিধি দলকে বাধা। ত্রিপুরার ঘটনায় এবার সেরাজ‍্যের রাজ্যপালের স্পেশাল ডিউটি অফিসারের কাছে মেমোরেন্ডাম জমা দিল তৃণমূল কংগ্রেস। বুধবারই ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গেও দেখা করে তাঁকে সব অভিযোগ প্রমাণ-নথি-সহ দিয়েছেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা ও সাংসদ সুস্মিতা দেব ও সুদীপ রাহা।
রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও
রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও
advertisement

তৃণমূলের এই প্রতিনিধি দলের অন‍্যতম সদস‍্য কুণাল ঘোষ সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ‘‘রাজ্যপাল দিল্লি গেছেন, তাঁর তরফে সচিব সময় দিয়েছিলেন। রাজ্যপাল খোঁজ নিয়েছেন। ফিরলে দেখা করবেন জানিয়েছেন। কিন্তু আমাদের আপাতত ফেরা। তাই সচিব শ্রী চাকমার সঙ্গেই কথা, চিঠি। তার আগে পুলিশের সঙ্গে বৈঠক। পার্টিঅফিসে ভাঙচুরকারীদের শাস্তি এবং ত্রিপুরার তৃণমূলকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি। গতকাল ডিজির সঙ্গে বৈঠকের পর আজ লিখিত অভিযোগ দায়ের।’’

advertisement

আরও পড়ুন: UPSC পরীক্ষা না দিয়েই ‘IAS অফিসার’ হওয়া যায়? ‘ল‍্যাটারাল এন্ট্রি’ কীভাবে হয় জানেন? ৯৯% লোকজনই জানেন না

আরও পড়ুন: ‘বাংলার মানুষ চাইছে অ‍্যাকশন’, খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজ‍্যপালের কাছে বড় দাবি শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
মৃ*ত্যুমুখে দাঁড়িয়ে আছেন রোগী! লড়াই হল যমের সঙ্গে...! শেষটা জানলে অবাক হবেন
আরও দেখুন

তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা তাদের দলীয় অফিস ভাঙচুর করেছে। ঘটনার পূর্ণ তদন্তের এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনায় ত্রিপুরা পুলিশের উপরেও ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল। ‘‘ত্রিপুরা পুলিশ যদি ভাবে তারা চুপচাপ বসে থাকবে আর বিজেপির “খাঁচার টিয়া” হয়ে কাজ করবে, তবে সেটা বড় ভুল। আইনের রক্ষকরা কখনও গেরুয়া দাঙ্গাবাজদের সহযোগী হতে পারে না’’, অভিযোগ তৃণমূলের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
TMC: রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল