তৃণমূলের এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ‘‘রাজ্যপাল দিল্লি গেছেন, তাঁর তরফে সচিব সময় দিয়েছিলেন। রাজ্যপাল খোঁজ নিয়েছেন। ফিরলে দেখা করবেন জানিয়েছেন। কিন্তু আমাদের আপাতত ফেরা। তাই সচিব শ্রী চাকমার সঙ্গেই কথা, চিঠি। তার আগে পুলিশের সঙ্গে বৈঠক। পার্টিঅফিসে ভাঙচুরকারীদের শাস্তি এবং ত্রিপুরার তৃণমূলকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি। গতকাল ডিজির সঙ্গে বৈঠকের পর আজ লিখিত অভিযোগ দায়ের।’’
advertisement
আরও পড়ুন: ‘বাংলার মানুষ চাইছে অ্যাকশন’, খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজ্যপালের কাছে বড় দাবি শুভেন্দুর
তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা তাদের দলীয় অফিস ভাঙচুর করেছে। ঘটনার পূর্ণ তদন্তের এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনায় ত্রিপুরা পুলিশের উপরেও ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল। ‘‘ত্রিপুরা পুলিশ যদি ভাবে তারা চুপচাপ বসে থাকবে আর বিজেপির “খাঁচার টিয়া” হয়ে কাজ করবে, তবে সেটা বড় ভুল। আইনের রক্ষকরা কখনও গেরুয়া দাঙ্গাবাজদের সহযোগী হতে পারে না’’, অভিযোগ তৃণমূলের।