TRENDING:

Tirumala Tirupati: টোকেনের জন্য এক জায়গায় জড়ো হয়েছিলেন হাজার পাঁচেক দর্শনার্থী! তিরুপতি কাণ্ডে কী বলছেন আধিকারিকরা?

Last Updated:

এদিকে বৃহস্পতিবার পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। অফিসিয়াল বিবৃতিতে রাজ্যের রাজস্ব মন্ত্রী অনাগনি সত্যপ্রসাদ বলেন যে, প্রত্যেকটি পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা সাংবাদিকদের কাছে বলেন যে, “এটা দুর্ঘটনা না কি ষড়যন্ত্র, সেটা তদন্ত করে দেখা হবে।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুপতি: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে টোকেন বিলির সময়ে বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৬ দর্শনার্থীর। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে। তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য টোকেন বিলি হচ্ছিল। আধিকারিকদের বক্তব্য, প্রায় ৫ হাজার মানুষ বৈকুণ্ঠ দ্বার দর্শনমের জন্য দ্বারের কাছে জমা হয়েছিলেন। সেই সময়েই ঘটে যায় এই দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে ১০ জানুয়ারি শুরু হওয়া ১০ দিন ব্যাপী বৈকুণ্ঠ দ্বার দর্শনমের জন্য সারা দেশ থেকে শয়ে শয়ে দর্শনার্থী সেখানে জমা হয়েছিলেন।
News18
News18
advertisement

পদপিষ্ট হওয়ার ঘটনা কীভাবে ঘটল, সেই বিষয়ে মন্তব্য করে তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) চেয়ারম্যান বিআর নায়ডু বলেন যে, একজন ডিএসপি গেট খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। যার জেরে হুড়োহুড়ির মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে যান অনেকেই।

তিনি আরও বলেন, “এ-ও সন্দেহ করা হচ্ছে যে, মন্দির কর্তৃপক্ষের কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে নায়ডু বলেন যে, পদপিষ্ট হওয়ার কারণ হল অতিরিক্ত ভিড় এবং এটা দুর্ভাগ্যজনক ঘটনা।” এই পরিস্থিতির বিষয়ে তিরুপতি মিউনিসিপ্যাল কমিশনার মৌর্য বলেন যে, “এমজিএম স্কুলের কাউন্টার ছাড়া প্রত্যেক কাউন্টারেই দর্শনের জন্য টোকেন নেওয়ার পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। তবে একবারে প্রায় ৫০০০ দর্শনার্থী এক জায়গায় জড়ো হওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়।”

advertisement

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বোর্ড সদস্য ভানু প্রকাশ রেড্ডি বলেন যে, “একাদশী দর্শনের জন্য টোকেন বিতরণের জন্য আমরা ৯১টি কাউন্টার খুলেছিলাম আমরা। দুর্ভাগ্যবশত পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। আমরা তদন্ত করব এবং জোরালো পদক্ষেপ গ্রহণ করব।” ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা সাংবাদিকদের কাছে বলেন যে, “অতিরিক্ত তাড়াহুড়োর কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ আধিকারিকরা গেট খুলতেই টোকেন খোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আগে টোকেন নেওয়ার কোনও রকম ব্যবস্থা ছিল না।” ঘটনায় মৃতা এক মহিলার স্বামী বলেন যে, “আমার স্ত্রী এবং অন্যান্যরা বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট কাটার চেষ্টা করছিলেন। পদপিষ্ট হয়ে ওঁর মৃত্যু হল। আমি আত্মীয়দের জানিয়েছি, তাঁরা সকলেই আসছেন।”

advertisement

আরও পড়ুন: বাড়িতে যখন-তখন বিড়াল ঢুকে পড়ছে? আবার চলেও যাচ্ছে? বাস্তু অনুযায়ী এর অর্থ কী জানুন

এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে গভীর দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। লিখেছেন যে, “তিরুমালা শ্রীভরি বৈকুণ্ঠ দ্বার দর্শনের টোকেনের জন্য তিরুপতির বিষ্ণু নিবাসমের কাছে পদপিষ্ট হয়ে একাধিক দর্শনার্থীর মৃত্যুর ঘটনা আমায় হতবাক করে দিয়েছে। মর্মান্তিক এই ঘটনা এমন একটা সময়ে ঘটেছে, যখন টোকেনের জন্য জমা হয়েছিলেন। এটা আমায় নাড়া দিচ্ছে। কয়েক জনের অবস্থা তো আশঙ্কাজনক। এই পরিস্থিতির খোঁজ নিতে আমরা জেলা এবং টিটিডি আধিকারিকদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে বৃহস্পতিবার পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। অফিসিয়াল বিবৃতিতে রাজ্যের রাজস্ব মন্ত্রী অনাগনি সত্যপ্রসাদ বলেন যে, প্রত্যেকটি পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা সাংবাদিকদের কাছে বলেন যে, “এটা দুর্ঘটনা না কি ষড়যন্ত্র, সেটা তদন্ত করে দেখা হবে।”

বাংলা খবর/ খবর/দেশ/
Tirumala Tirupati: টোকেনের জন্য এক জায়গায় জড়ো হয়েছিলেন হাজার পাঁচেক দর্শনার্থী! তিরুপতি কাণ্ডে কী বলছেন আধিকারিকরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল