পালগড়ে প্রথম অর্কিড চাষ শুরু করেন প্রসাদ। মহারষ্ট্রের কেটখাদি গ্রামের দাহানু তালুকের বাসিন্দা প্রসাদ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। কিন্তু পড়াশোনা শেষ করে অন্য রাস্তা ধরলেন তিনি। তাঁর কাকার পেশা, ফুল চাষ। তাঁর ভাষায়, '' ব্যবসাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এর আগে পালগড়ে কেউ ফুলের চাষ করেনি।''
কিন্তু ভয় পাননি প্রসাদ। ঝুঁকিপূর্ণ পথেই হাঁটা শুরু করলেন। সাড়ে তিন বিঘা জমিতে শুরু করলেন অর্কির্ড চাষ। প্রথমদিকে ভারতের নানা জায়গা যেমন গোয়া, দিল্লি, কলকাতায় গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন, শিখে নেন অর্কিড চাষের সমস্ত খুঁটিনাটি।
advertisement
ব্যাংকক থেকে অর্কিড ইমপোর্ট করতেন প্রসাদ। ২০১৯-এ এই ব্যবসা শুরু করেছিলেন, এখন পর্যন্ত প্রায় দেড় লাখ অর্কিড লাগিয়েছেন। তাঁর মতে, ভালই লাভ করছেন। এক-একটা অর্কিড স্টিকের দাম ২০-২৫ টাকা। মাসে প্রায় ৫০-৬০ হাজার অর্কিড গাছ বিক্রি হয়। তবেই বুঝুন! মাসে লক্ষাধিকের বেশি লাভ হয়।