TRENDING:

নতুন নোটে ঘুষ খেয়ে পুলিশের হাতে মধ্যপ্রদেশের তিন আধিকারিক

Last Updated:

নতুন টাকা বাজারে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে কালো টাকার কাজ ৷ মঙ্গলবার বিকেলে মধ্যপ্রদেশে প্রথম দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: কোটি কোটি কালো টাকা ধরতেই, রাতারাতি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট। মোদি সরকারের মাস্টার স্ট্রোকের পাল্টা ৷ নোট বাতিলের সিদ্ধান্ত শোনার পর থেকে কালা ধনের মালিকদের রাতের ঘুম উধাও ৷ তবু কুছ পরোয়া নেই ৷ নতুন টাকা বাজারে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে কালো টাকার কাজ ৷ মঙ্গলবার বিকেলে মধ্যপ্রদেশে প্রথম দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ নতুন নোটে ঘুষ নেওয়ার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement

জানা গিয়েছে, মধ্যপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তিনজন আধিকারিকের বিরুদ্ধে ২৫,০০০ টাকা নতুন নোটে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷

MPBSE-এর এক কর্মী রোলি শ্রীবাস্তব ডিভিশনাল অফিসার তার অফিসের তিনজন আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ জানিয়েছেন থানায় ৷ অফিসার অশোক কাইথওয়াস, সেকশন অফিসার ফুল সিং রাজপুত ও অ্যাসিস্টেন্ট গ্রেড II রবিশঙ্কর পালের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ জানানো হয় ৷

advertisement

এর আগে পরীক্ষার সেন্টারের ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল রোলিকে ৷ সেই সময় তিনি ২৫ জন প্রাইভেট ক্যাটাগরি পড়ুয়াদের পরীক্ষায় অনুমতি দেন ৷ তার এই পদক্ষেপ বলে তার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ চায়  MPBSE-এর তিনজন আধিকারিক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এরপর পুলিশ রোলিকে নতুন নোট ব্যাঙ্ক থেকে তুলে ওই আধিকারিকদের দিতে বলেন ৷ রোলি তাদের ঘুষের টাকা দিতে গেলে প্ল্যান অনুযায়ী পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নতুন নোটে ঘুষ খেয়ে পুলিশের হাতে মধ্যপ্রদেশের তিন আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল