TRENDING:

নতুন নোটে ঘুষ খেয়ে পুলিশের হাতে মধ্যপ্রদেশের তিন আধিকারিক

Last Updated:

নতুন টাকা বাজারে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে কালো টাকার কাজ ৷ মঙ্গলবার বিকেলে মধ্যপ্রদেশে প্রথম দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: কোটি কোটি কালো টাকা ধরতেই, রাতারাতি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট। মোদি সরকারের মাস্টার স্ট্রোকের পাল্টা ৷ নোট বাতিলের সিদ্ধান্ত শোনার পর থেকে কালা ধনের মালিকদের রাতের ঘুম উধাও ৷ তবু কুছ পরোয়া নেই ৷ নতুন টাকা বাজারে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে কালো টাকার কাজ ৷ মঙ্গলবার বিকেলে মধ্যপ্রদেশে প্রথম দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ নতুন নোটে ঘুষ নেওয়ার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement

জানা গিয়েছে, মধ্যপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তিনজন আধিকারিকের বিরুদ্ধে ২৫,০০০ টাকা নতুন নোটে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷

MPBSE-এর এক কর্মী রোলি শ্রীবাস্তব ডিভিশনাল অফিসার তার অফিসের তিনজন আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ জানিয়েছেন থানায় ৷ অফিসার অশোক কাইথওয়াস, সেকশন অফিসার ফুল সিং রাজপুত ও অ্যাসিস্টেন্ট গ্রেড II রবিশঙ্কর পালের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ জানানো হয় ৷

advertisement

এর আগে পরীক্ষার সেন্টারের ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল রোলিকে ৷ সেই সময় তিনি ২৫ জন প্রাইভেট ক্যাটাগরি পড়ুয়াদের পরীক্ষায় অনুমতি দেন ৷ তার এই পদক্ষেপ বলে তার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ চায়  MPBSE-এর তিনজন আধিকারিক ৷

এরপর পুলিশ রোলিকে নতুন নোট ব্যাঙ্ক থেকে তুলে ওই আধিকারিকদের দিতে বলেন ৷ রোলি তাদের ঘুষের টাকা দিতে গেলে প্ল্যান অনুযায়ী পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নতুন নোটে ঘুষ খেয়ে পুলিশের হাতে মধ্যপ্রদেশের তিন আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল