ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দওরের। গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তাঁদের হদিস পাওয়া যায়নি। বুধবারও বিলে ডুবে যাওয়া যুবকদের খুঁজছে পুলিশ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার, স্বাধীনতা দিবসে ইন্দওর শহর থেকে প্রায় ১৪ জন যুবক পিকনিক করতে গিয়েছিলেন ভৈরব কুণ্ডে। দেবাসের উদয়নগর ও ইন্দওরের খুদাইলের মধ্যবর্তী ঘন জঙ্গলের ভিতর এই কুণ্ড। তার পাড়ে চলছিল পিকনিক। কিন্তু এরই মধ্যে জলে স্নান করতে নামেন সকলে। সেখানেই আচমকা তলিয়ে যেতে শুরু করেন তিন যুবক। প্রাথমিক ভাবে তাঁদের উদ্ধার করার চেষ্টা করেন বন্ধুরাই। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এসডিআরএফ দলকে ডাকা হয়। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। কিন্তু মঙ্গলবার অন্ধকার নেমে আসায় তল্লাশি বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, পিকনিকে আসা যুবকেরা বিলের গভীর দিকে চলে যেতে শুরু করেন। প্রথমে এক যুবক তলিয়ে যেতে থাকলে অন্যরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। আর তখনই আরও দুই যুবক তলিয়ে যান। কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বাতাসে বিষ, শুক্রাণুতে চরম প্রভাব! পুরুষ বন্ধ্যাত্বের বড় কারণ জানালেন বিশেষজ্ঞেরা
জানা গিয়েছে তলিয়ে যাওয়া তিন যুবক চন্দননগরের বাসিন্দা ইয়াসিন আলি, খাজরানার বাসিন্দা সুফিয়ান ও গ্রাম ব্যাঙ্ক ইন্দওরের বাসিন্দা জাফর ওয়ারসি।
এদিকে এরই মধ্যে গভীর জলে ডুবে যাওয়ার একটি লাইভ ভিডিওটি প্রকাশ্যে এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে তিন যুবক একে একে তলিয়ে গেলেন গভীর জলে। আশেপাশের লোকজন কিছুই করতে পারেননি।
ভিডিওটিতে দেখা গিয়েছে, অনেকেই ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছেন। কেউ বলছেন, “কেউ কি সাঁতার জানে…সাঁতার জানলে বাঁচাও”। কিন্তু গভীর কুণ্ডে নেমে তাঁদের বাঁচানোর সাহস দেখাননি কেউ।