TRENDING:

Anant Ambani Radhika Merchant: অনন্ত-রাধিকার প্রাক বৈবাহিক আসর কেমন হবে? কী পরবেন অতিথিরা? ৯ পাতার 'ইভেন্ট গাইড' পাঠাল আম্বানি পরিবার

Last Updated:

Anant Ambani Radhika Merchant: ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে উদযাপন। ইতিমধ্যেই অতিথিদের ৯ পাতার ইভেন্ট গাইড এবং ওয়ার্ড্রোব প্ল্যানার পাঠিয়েছে আম্বানি পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার।  এবার গুজরাতের জামনগরে বসছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বৈবাহিক আসর। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে উদযাপন। ইতিমধ্যেই অতিথিদের ৯ পাতার ইভেন্ট গাইড এবং ওয়ার্ড্রোব প্ল্যানার পাঠিয়েছে আম্বানি পরিবার।
advertisement

১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে সমস্ত অতিথিকে বিশেষ চাটার্ড ফ্লাইটে দিল্লি বা মুম্বই থেকে জামনগর আনা হবে। ইভেন্ট গাইডে বলা হয়েছে, ‘একজন অতিথি একটি হ্যান্ড লাগেজ এবং একটি হোল্ড লাগেজ আনতে পারেন। দম্পতিরা ৩টি স্যুটকেস। এর বেশি লাগেজ হলে সেটা যে একই ফ্লাইটে পৌঁছবে তার কোনও গ্যারান্টি নেই। তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব’।

advertisement

আরও পড়ুন: জোরকদমে অনন্ত-রাধিকার বিয়ের প্রস্তুতি, প্রি ওয়েডিংয়ে শাহরুখের বিশেষ নাচ! ভিডিও ভাইরাল

প্রাক বৈবাহিক আসরের তিনটি রাতের থিম বেঁধে দেওয়া হয়েছে

প্রথম দিনকে বলা হচ্ছে ‘ইভনিং ইন এভারল্যান্ড’। ওই দিন সন্ধ্যায় ‘মার্জিত ককটেল’ পোশাক পরবেন অতিথিরা।

দ্বিতীয় দিনের ড্রেস কোড হল ‘জঙ্গল ফিভার’। এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জামনগরে আম্বানিদের অ্যানিমাল রেসকিউ সেন্টারের বাইরে। অতিথিদের আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

আর মেলা রুজের জন্য পরতে হবে সাফারি থিমের পোশাক। এর ড্রেস কোড হল ‘ড্যাজলিং দেশি রোম্যান্স’। আকর্ষণীয় ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয় পোশাক।

শেষ দিনে দুটি ইভেন্ট থাকছে

প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’। এর জন্য ‘ক্যাজুয়াল চিক’ ড্রেস কোড রাখা হয়েছে। যাতে জামনগরের সবুজের সঙ্গে মিশে সন্ধ্যা হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

আর দ্বিতীয় এবং চূড়ান্ত ইভেন্ট হল ‘হাতক্ষর’। এতে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে অতিথিদের।

advertisement

ইভেন্ট গাইডে বলা হয়েছে, লন্ড্রি নিয়ে ভাবতে হবে না। সমস্ত অতিথিকে এক্সপ্রেস স্টিমিং সহ সব ধরনের লন্ড্রি পরিষেবা দেওয়া হবে। চিকিৎসার প্রয়োজন হলে বা ডায়েটের ব্যাপারে কিছু বলার থাকলে নির্দিষ্ট নম্বরে অতিথিদের যোগাযোগ করতে হবে। এর ইভেন্ট গাইডে একটি নম্বরও দেওয়া হয়েছে। অতিথিদের জন্য হেয়ার স্টাইলিস্ট, শাড়ি ড্রেপার এবং মেকআপ আর্টিস্টও উপস্থিত থাকবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে ইভেন্ট গাইডের ড্রেস কোড ছাড়াও অতিথিরা চাইলে নিজের পছন্দমতো পোশাকও পরতে পারবেন। গাইডে লেখা হয়েছে, ‘আমরা চাই প্রতিটা মুহূর্ত আপনি উপভোগ করুন। এই প্রাক বৈবাহিক আসরের সুন্দর স্মৃতি আপনার মনে আজীবনের জন্য অক্ষয় হোক’।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Radhika Merchant: অনন্ত-রাধিকার প্রাক বৈবাহিক আসর কেমন হবে? কী পরবেন অতিথিরা? ৯ পাতার 'ইভেন্ট গাইড' পাঠাল আম্বানি পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল