TRENDING:

নখ দিয়ে গলা চিরে এক সপ্তাহের সদ্যোজাতকে খুন করল মা

Last Updated:

পাশবিক ঘটনার সাক্ষী হল মুম্বই ! এক সপ্তাহের সদ্যোজাতকে নৃশংসভাবে খুন করল মা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থানে: পাশবিক ঘটনার সাক্ষী হল মুম্বই ! এক সপ্তাহের সদ্যোজাতকে নৃশংসভাবে খুন করল মা ৷ নখ দিয়ে সদ্যোজাতের গলা চিরে দেয় মা ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, সদ্যোজাতকে খুন করার অভিযোগে অভিযুক্ত বৈশালি প্রধান থানের আমবারদে গ্রামের বাসিন্দা ৷ এক সপ্তাহ আগেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ কিন্তু আর্থিক সঙ্কটের জেরে তৃতীয় সন্তানকে মানুষ করা সম্ভব নয় ৷ এই আশঙ্কাতেই নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করে মা ৷ খুন করার পর পুলিশের জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, এর আগেও তার দু’টি কন্যাসন্তান রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত রবিবার খাড়াকপাড়া থানার পুলিশ খুনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ বৈশালি জানিয়েছেন, তার স্বামী রোজই মদ্যপান করে ৷ এমনকী, গর্ভপাত করার জন্যও যে টাকা জমিয়েছিলেন তিনি ৷ কিন্তু সেই টাকাও তার স্বামী মদ খেয়ে উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ যার জেরে কন্যাসন্তানকে খুন করতে বাধ্য হয় বৈশালি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নখ দিয়ে গলা চিরে এক সপ্তাহের সদ্যোজাতকে খুন করল মা