TRENDING:

কৃষ্ণরূপী তেজপ্রতাপের ২০১৯-র লোকসভার কুরুক্ষেত্র জয়ের ডাক !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ ! তারপরেই রাজনীতি থেকে কার্যত দূরে সরে যান লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ ৷ অবশেষে, সমস্ত বিতর্ককে কার্যত তুড়ি মেরে উড়িয়ে রাজনীতিতে ফিরলেন তেজপ্রতাপ যাদব ৷
advertisement

চেনাপরিচিত ‘ভস্ম তিলক’ কপালে এঁকে পটনার রাষ্ট্রীয় জনতা দলের দফতরে আসেন আজ তেজপ্রতাপ ৷ লালুর ছেলের আকস্মিক আগমণে চমকে যান দফতরের কর্মীরা ৷ শুধু সেখানে ঢুঁ মেরে চলে যাননি তিনি ৷ রাষ্ট্রীয় জনতা দলের যুব কর্মী এবং ছাত্রনেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তেজপ্রতাপ ৷

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তেজপ্রতাপ যাদব ৷ বিজেপি-আরএসএসকে একসঙ্গে কটাক্ষ করেন তেজপ্রতাপ ৷ তিনি বলেন, ‘ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমি ফিরেছি ৷ ২০১৯-র লোকসভা নির্বাচন কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত হবে ৷ আর মানুষের ভোটই হবে সুদর্শন চক্র ৷ সেই চক্র দিয়েই বিজেপিকে রুখব আমরা ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাজনৈতিক কারণে ভাই তেজস্বীর সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তেজপ্রতাপের ৷ পশুখাদ্য মামলায় লালু প্রসাদ যাদবের কারাদণ্ড হওয়ার পর দলের সমস্ত কাজ সামালাচ্ছিলেন তেজস্বীই ৷ যা নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাঁধে ৷ কিন্তু সেই বিবাদ ভুলে গিয়েই তেজপ্রতাপ বলেন, ‘আমি তেজস্বীকে অর্জুনের মতই মনে করি ৷ রাজনীতিতে ও যাতে আরও সফল হয় সেই বিষয়েই ওঁকে পরামর্শ দেব আমি ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কৃষ্ণরূপী তেজপ্রতাপের ২০১৯-র লোকসভার কুরুক্ষেত্র জয়ের ডাক !