TRENDING:

জুতোর মধ্যে লুকিয়ে আস্ত সাপ! এক ছোবলেই প্রাণ হারালেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার

Last Updated:

জুতোর মধ্যে লুকিয়ে ছিল বিপদ! যুবক বুঝতেই পারেননি জুতোর মধ্যে রয়েছে আস্ত সাপ! সেই জুতো পরতেই ছোবল মারল সাপটি। বেঘোরে মারা পড়লেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। সাপ যে তাঁকে কামড়েছে তা বিন্দুমাত্র টের পাননি ৪১ বছরের সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। পরে তাঁর পরিবারের সদস্যেরা খাটের উপর তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ থেকে ফেনা বার হচ্ছিল। পা থেকে রক্ত ঝরছিল। মৃত ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মী ছিলেন বেঙ্গালুরুর বানারঘাট্টার বাসিন্দা এই তরুণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: জুতোর মধ্যে লুকিয়ে ছিল বিপদ! যুবক বুঝতেই পারেননি জুতোর মধ্যে রয়েছে আস্ত সাপ! সেই জুতো পরতেই ছোবল মারল সাপটি। বেঘোরে মারা পড়লেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। সাপ যে তাঁকে কামড়েছে তা বিন্দুমাত্র টের পাননি ৪১ বছরের সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। পরে তাঁর পরিবারের সদস্যেরা খাটের উপর তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ থেকে ফেনা বার হচ্ছিল। পা থেকে রক্ত ঝরছিল। মৃত ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মী ছিলেন বেঙ্গালুরুর বানারঘাট্টার বাসিন্দা এই তরুণ।
জুতোর মধ্যেই লুকিয়ে ছিল বিপদ
জুতোর মধ্যেই লুকিয়ে ছিল বিপদ
advertisement

মঞ্জুর আত্মীয়দের দাবি, ২০১৬ সালে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মঞ্জু। তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল। এর ফলে তাঁর পায়ে তেমন সাড় ছিল না। তাই সাপের কামড়ের ব্যথা তিনি অনুভব করতে পারেননি বলেই ধারণা মৃত তরুণের পরিবারের সদস্যদের। পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, বাড়ি ফিরে মঞ্জু তাঁর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর, বাড়িতে কাজ করতে আসা এক জন জুতো জোড়ার ঠিক বাইরে একটি সাপকে মরে পড়ে থাকতে দেখতে পান। তখনই সবাই মঞ্জুর ঘরে যান। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
জুতোর মধ্যে লুকিয়ে আস্ত সাপ! এক ছোবলেই প্রাণ হারালেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল