TRENDING:

’৭১-এর যুদ্ধে শহিদ হয়েছিলেন স্বামী! ৪৭ বছর পর তাঁকে দেখতে পেলেন স্ত্রী

Last Updated:

সেটা ১৯৭১ সাল ৷ তখন সীমান্ত উত্তাল ৷ যুদ্ধ চলছে ভারত-পাকিস্তানের ৷ কোনওরকমে বিয়ের অনুষ্ঠান সেরেই যুদ্ধের পোশাক গায়ে তুলে নিয়েছিলেন সদ্য বিবাহিত তরুণ, সুন্দর সিং ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: তখন বয়স ছিল মাত্র ১৮ বছর ৷ এখন তিনি ৬৫ বছরের বৃদ্ধা ৷ বিয়ের সময় লজ্জাবনত চোখে একটিবারের জন্য স্বামীকে দেখেছিলেন ৷ ব্যাস ওটাই শেষ দেখা ৷
advertisement

সেটা ১৯৭১ সাল ৷ প্রতিবেশী দেশ তখন উত্তাল ৷ যুদ্ধ চলছে ভারত-পাকিস্তানের ৷ কোনওরকমে বিয়ের অনুষ্ঠান সেরেই যুদ্ধের পোশাক গায়ে তুলে নিয়েছিলেন সদ্য বিবাহিত তরুণ, সুন্দর সিং ৷ গুয়ার্ডস রেজিমেন্টের হয়ে যুদ্ধে গিয়েছিলেন তিনি ৷ ঘরে একা অমরা দেবী ৷ স্বামীর প্রতীক্ষায় ৷

কিন্তু আর ফিরলেন না সুন্দর ৷ তার বদলে ফুরল শুধু একটা খবর ৷ যুদ্ধে শহিদ হয়েছেন সুন্দর সিং ৷ এমনকী তাঁর দেহটাও ফিরিয়ে আনা সম্ভবপর হয়নি ৷

advertisement

তারপর ৪৭ বছর ধরে শুধু একটাই লড়াই চালিয়েছেন অমরা দেবী ৷ একবার শুধু দেখতে চেয়েছিলেন স্বামীকে ৷ কিন্তু সুন্দর সিংয়ের একটা ছবিও মেলেনি এতদিন ৷ বিয়ের সময় উত্তরকাশীর একটি প্রত্যন্ত গ্রামে এতটাই তাড়াহুড়োর মধ্যে তাঁদের বিয়েটা হয়েছিল যে একটা ছবিও তোলা সম্ভব হয়নি ৷ সে সময় গ্রামে-গঞ্জে ছবির এত চলও হয়নি ৷ এমনকি সেনাবাহিনীর কাছেও কোনও ছবি ছিল না সুন্দরের ৷

advertisement

অমরা দেবী শুধু একটিবার স্বামীকে চোখের দেখা দেখতে চেয়েছিলেন ৷ যোগাযোগ করেছিলেন জেলা প্রশাসনের সঙ্গে ৷ সেখান থেকে যোগাযোগ করা হয় ডিরেক্টরেট অব সোল্ডার ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে ৷ সেখানেও সুন্দরের কোনও অফিসিয়াল ফোটোগ্রাফ পাওয়া যায়নি ৷ অনেক খোঁজাখুঁজির পর সুন্দরের সেই সময়ের কয়েকজন বন্ধুর খোঁজ পাওয়া যায় ৷ তাঁদের কাছ থেকে একটি গ্রুপ ফোটোগ্রাফ উদ্ধার হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অবশেষে এত বছর পর স্বামীর একটি ছবি হাতে পেয়ে চোখে জল ভরে আসে অমরা দেবীর ৷ তিনি বলেন, ‘‘এতগুলো বছর পর তাঁকে দেখতে কেমন ছিল, সে কেমনভাবে কথা বলত সেটাও আর মনে পড়ে না আমার ৷ কিন্তু আমার কাছে তিনি সবসময় বেঁচে আছেন ৷ সদ্য বিবাহিতদের মতো যখন আমি স্বপ্নের ঘোরে ছিলাম, তখনই স্বামীর মৃত্যুসংবাদ আমার কাছে এসে পৌঁছয় ৷ সেদিন থেকে আমি অর্ধমৃত অবস্থায় দিন কাটাচ্ছি ৷ কিন্তু সবসময় আমি তাঁকে শুধু একবার দেখতে চাইতাম ৷ এতদিনে তা সফল হল ৷ এটাই আমার জীবনের সেরা উপহার ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
’৭১-এর যুদ্ধে শহিদ হয়েছিলেন স্বামী! ৪৭ বছর পর তাঁকে দেখতে পেলেন স্ত্রী