TRENDING:

Tripura TMC || ত্রিপুরায় ঘাসফুলের বাজিমাত! টিডিএফ নেতা পূজন বিশ্বাসের তৃণমূলে যোগদান, এবার কি জোট? শুরু জল্পনা

Last Updated:

TMC in Tripura || রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তাঁর ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ত্রিপুরা: ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেসে কার্যত মিশে যেতে চলেছে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। তৃণমূলে যোগ দিচ্ছেন টিডিএফ নেতা পূজন বিশ্বাস। রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তাঁর ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত। এর ফলে রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূজন বিশ্বাস
সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূজন বিশ্বাস
advertisement

ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুবল ভৌমিককে। আপাতত দলের দায়িত্ব সামলাবেন সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা নয়া সভাপতি কে হতে চলেছেন? রাজনৈতিক মহলের খবর, নয়া সভাপতি হতে পারেন পীযূষ বিশ্বাস। প্রাক্তন এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি একজন পরিচিত আইনজীবী৷ দীর্ঘদিনের নেতা হিসাবেও পরিচিত। গত বছর অক্টোবর মাসে কংগ্রেস ছেড়ে তিনি তৈরি করেন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট৷ সূত্রের খবর, পীযূষ শীঘ্রই যোগ দিতে পারেন তৃণমূলে। ফলে দীর্ঘ দিনের এই রাজনীতি বিদকে সভাপতি হিসাবে দায়িত্ব দিতে পারে।

advertisement

আরও পড়ুন: তৃণমূল বলছে 'ফ্লপ', সিপিএম বলছে শুধুই 'শো'! নবান্ন অভিযানের প্রাপ্তি খুঁজছে বিজেপি

আরও পড়ুন: টেট উত্তীর্ণদের চাকরি দিতে হবে! দাবি তুলে ত্রিপুরায় সরব তৃণমূল কংগ্রেস

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রথমত পীযূষের পরিচিতি সর্বস্তরে৷ তৃণমূলের এই মুহূর্তে ত্রিপুরায় যে সব নেতা রয়েছেন তাঁরা প্রত্যেকেই পীযূষ বিশ্বাসের পরিচিত। ফলে দলের সমস্ত স্তরের মধ্যে সমন্বয় রক্ষা করেই এগোনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। অন্যদিকে পীযূষবাবু রাজপরিবারের ঘনিষ্ঠ। আগামী বছর বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রদ্যোত কিশোর মাণিক্যের তিপ্রামোথা৷ তাঁদের সঙ্গেও আগামী দিনে সুসম্পর্ক বজায় রাখতে পারে জোড়া ফুল শিবির। সূত্রের খবর প্রদ্যুত কিশোর মানিক্যের দল তিপ্রোমথার সঙ্গে একাধিক বৈঠকের পর তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় টি ডি এফ নেতৃত্ব।তবে কি আগামী বিধানসভা নির্বাচনে জোটের পথে হাঁটবে তৃণমূল এবং তিপ্রামোথা? জল্পনা তুঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura TMC || ত্রিপুরায় ঘাসফুলের বাজিমাত! টিডিএফ নেতা পূজন বিশ্বাসের তৃণমূলে যোগদান, এবার কি জোট? শুরু জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল