“অ্যাম্বুলেন্স এবং দমকল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে,” জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন- নিজের কন্যাকে ধর্ষণ ও হুমকি, বাবার অত্যাচারের ভিডিও করে পুলিশের দ্বারস্থ মেয়ে!
কারখানার দুই কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য টাটা মেইন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজন কর্মচারী বুকে ব্যথা অনুভব করলে তাঁকেও পর্যবেক্ষণের জন্য টিএমএইচে পাঠানো হয়েছিল। সকলেরই অবস্থা স্থিতিশীল।
advertisement
“ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে”, বলা হয়েছে ওই বিবৃতিতে।
আরও পড়ুন- শৃঙ্গ ছুঁতে আর সামান্যই বাকি, কাঞ্চনজঙ্ঘার কোলে প্রাণ হারালেন ৫২ বছরের অভিযাত্রী
গতবছর, ১৮ জানুয়ারি দেশের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ইস্পাত প্রস্তুতকারক সংস্থা টাটা স্টিলের জামশেদপুরের কারখানার স্ল্যাগ রোড গেটের কাছে হট মেটাল পুলিং পিটে আগুন লেগে ছোটখাটো বিস্ফোরণ ঘটে যার ফলে দুইজন শ্রমিক আহত হয়েছিলেন।
এর আগে, ২০১৩ সালের নভেম্বরে, টাটা স্টিল প্ল্যান্টের ভিতরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন শ্রমিক আহত হয়েছিল, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা ছিল গুরুতর। এলডি গ্যাস হোল্ডারে বিস্ফোরণ ঘটার ফলে পাশের গ্যাস পাইপলাইনে ভয়ঙ্কর আগুন ধরে যায়।