একটি সর্বভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে তাপসী বলেন যে, আমি কোথাও বলিনি যে আমি করণ জোহরকে পছন্দ করি৷ কিন্তু আমি এটাও কখনও বলিনি যে আমি করণকে ঘৃণা করি৷ যদি ও (কঙ্গনা) যাকে অপছন্দ করে, তাকে আমি অপছন্দ না করি, তার মানে এটা কেন ধরে নেওয়া হচ্ছে যে আমি সেই মানুষটিকে পছন্দ করি ও তাকে সমর্থন করি?
advertisement
টিভির সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আলিয়া ভাট ও অনন্যা পান্ডের থেকে সুশ্রী স্বরা ও তাপসী৷ এরই প্রেক্ষিতে তাপসী বলেন, একজন অভিনেতা হিসেবে তাঁকে সৌন্দর্য্য বিশেষ গুরুত্ব পায় না৷ এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, জীবন সংগ্রামের কথা তিনি বেশি বলেন না মানে এই নয় বলিউডের বহিরাগত হিসেবে তাঁকে কম লড়াউ করতে হয়!
এরপর তাপসী পান্নু ট্যুইটও করেন এই বিষয়৷ ক্লাস ১০-১২র পর এবার আমারও রেজাল্ট এসেছে! আমাদের গ্রেড সিস্টেম চালু হয়েছে কী! নিজের পোস্টে এভাবে ব্যাঙ্গ করে লেখেন তাপসী৷
সুশান্ত সিং-এর মৃত্যুর পর থেকে বলিউডের নেপটিজম ও পক্ষপাতিত্ব নিয়ে সরব কঙ্গনা৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তের মৃত্যু নিয়ে ফের একবার মহেশ ভাট, আদিত্য চোপড়া, করণ জোহরদের বিরুদ্ধে রীতিমত তোপ দাগেন তিনি৷