জানা যায় তাজমহলের পূর্ব ও পশ্চিম প্রবেশ পথ বন্ধ করে সমস্ত চত্বরটিই ভালো করে খুঁজে দেখেছে পুলিশ। ফোনটি ফিরোজাবাদ থেকে এসেছিল বলে সনাক্ত করা গিয়েছে। সেই মুহূর্তে প্রায় হাজারজন পর্যটক ছিলেন তাজমহলে। তাঁদের মুহূর্তের মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তাঁদের বলা হয়েছিল যে, ভিভিআইপি আসছে বলে তাজমহল বন্ধ করে দেওয়া হচ্ছে৷ আতঙ্ক যাতে না ছড়ায় তাই এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
ফিরোজাদাবাদ থেকে আসা উড়ো ফোনে জনৈক ব্যক্তি বলেন, সেনাবাহিনীতে যে নিয়োগ চলছে আগ্রায়, তাতে নানান অসঙ্গতি আছে। সেজন্যই সে উত্তীর্ণ হতে পারেনি। এরপর তাজমহলে বোমা বিস্ফোরণ হবে বলে হুমকি দেয় সে। পুলিশ জানিয়েছে, আপাতত নিরাপদ তাজমহল। জানা গিয়েছে ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, সকালের বোমাতঙ্কের জেরে সাময়িকভাবে তাজমহল বন্ধ করা হয়। পর্যটকদের নিয়ে যাওয়া হয় বাইরে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ,সেখানে ফের পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়৷