ইতিমধ্যেই ভারতের বেশির ভাগ স্কুল, শপিংমল, সিনেমাহল-সহ বিনোদনের নানা রসদ বন্ধ করে দেওয়া হয়েছে৷ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনবহুল ভারতে জনসংখ্যা ১৩০ কোটি৷ ফলে এ দেশে করোনা ছড়াতে শুরু করলে মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা৷ তাই আগেভাগেই ব্যবস্থা৷
এখনও পর্যন্ত ভারতে ১১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ ২ জনের মৃত্যু হয়েছে৷ গোটা বিশ্বে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে৷ ১ লক্ষ ৬৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত৷ ১৪২টি দেশ করোনা ভয়ে কাঁপছে৷
advertisement
সোমবার বেশি রাতে পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ট্যুইটারে লেখেন, সব মনুমেন্ট, মিউজিয়াম আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে৷
তাজমহলকে রাষ্ট্রসঙ্ঘে 'ইসলামিক শিল্পের রত্ন' আখ্যা দেওয়া হয়েছে৷ গতমাসেই ভআরত সফরে এসে তাজমহল দীর্ঘ সময় কাটান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার৷