TRENDING:

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ! হিন্দু মহিলার কিডনিতে বাঁচলেন ইকরাম

Last Updated:

ধর্মতে ওরা আলাদা ৷ কিন্তু ধর্মতে আলাদা হলেও কিডনি মিলিয়ে দিল একে অপরকে ৷ আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নয়ডা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ : ধর্মতে ওরা আলাদা ৷ কিন্তু ধর্মতে আলাদা হলেও কিডনি মিলিয়ে দিল একে অপরকে ৷ আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নয়ডা ৷
advertisement

কয়েকদিন আগেই কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইকরাম ৷ সেই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিল কুমারও ৷ উচ্চ রক্তচাপের কারণে তাদের দু’জনের কিডনিতে সমস্যা দেখা দেয় ৷ প্রয়োজন ছিল কিডনি প্রতিস্থাপনের ৷ কিন্তু সমস্যা দেখা দেয় ব্লাড গ্রুপ নিয়ে ৷ ইকরামের প্রয়োজন ছিল B পজিটিভ ব্লাড গ্রুপের কিডনি ৷ অন্যদিকে, অনিলের প্রয়োজন ছিল A নেগেটিভ গ্রুপের কিডনির ৷ অপরদিকে, তারা নিজেদের স্বামীকে কিডনি দিতে চাইলেও ব্লাড গ্রুপের মিল না থাকায় তারা একে অপরকে কিডনি দিতে পারছিলেন না ৷

advertisement

এহেন অবস্থাতেই সমস্যার সমাধান করলেন ওই হাসপাতালের ডাক্তার ৷ ইকরাম এবং অনিল দু’জনেই ড. অমিত দেওরার অধীনে চিকিৎসাধীন ৷ তিনিই বলেন, ইকরামের স্ত্রী অনিলকে কিডনি দিতে পারেন ৷ অপরদিকে, অনিলের স্ত্রীয়ের আর ইকরামের ব্লাড গ্রুপ এক ৷ তাই তারা যদি একে অপরকে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন, তাহলে বেঁচে যেতে পারে দুটি প্রাণ ৷ সেই কারণেই অবশেষে ডাক্তারের সিদ্ধান্তেই সম্মতি জানালেন অনিল এবং ইকরামের স্ত্রী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

শেষ পাওয়া খবর অনুযায়ী, সফল অস্ত্রপচারের পর এখন একেবারেই সুস্থ তারা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ! হিন্দু মহিলার কিডনিতে বাঁচলেন ইকরাম