TRENDING:

হঠাৎ ঝড়ের বেগে ঢুকলেন শুভেন্দু, মমতার সামনেই 'চোর', 'চোর' স্লোগান! বিধানসভায় তুলকালাম

Last Updated:

বেলা সাড়ে চারটে নাগাদ আচমকাই বিধানসভায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কার্যত নজিরবিহীন ভাবে তৃণমূলে ধরনাস্থলের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা চত্বরে তৃণমূলের ধরনা চলাকালীনই চরম উত্তেজনা৷ আচমকা বিধানসভায় ঢুকে পড়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা শুভেন্দু সহ বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করাও৷
বিধানসভায় তুমুল উত্তেজনা৷
বিধানসভায় তুমুল উত্তেজনা৷
advertisement

দু’ পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিধানসভার মধ্যে৷ মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা যে জায়গায় ধরনা দিচ্ছিলেন তার কাছেই দিকে পাল্টা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভার মধ্যেই তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত লালবাজারের বিশাল বাহিনী বিধানসভায় যায়৷

এ দিনই কলকাতায় সভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার পাল্টা এ দিন বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কালো পোশাক পরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করা৷ বেলা তিনটে নাগাদ সেই ধরনায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শিশির অধিকারীর নাম করে চোর চোর স্লোগান দিতে থাকেন শাসক দলের বিধায়করা৷

advertisement

বেলা সাড়ে চারটে নাগাদ আচমকাই বিধানসভায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কার্যত নজিরবিহীন ভাবে তৃণমূলে ধরনাস্থলের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা৷ তাঁর সঙ্গে গলা মেলান আরও কয়েকজন বিজেপি বিধায়ক৷ পাল্টা জবাব দিতে থাকেন শাসক দলের বিধায়করাও৷ চোর, চোর স্লোগানে ভরে যায় বিধানসভা চত্বর তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷

advertisement

বিজেপি বিধায়করা এ দিন ধর্মতলায় অমিত শাহের সভায় যোগ দিতে গিয়েছিলেন৷ সেখান থেকে বাকি বিধায়করাও কিছুক্ষণের মধ্যে বিধানসভায় এসে পৌঁছন৷ এর পর তৃণমূল যে জায়গায় ধরনা দিচ্ছিল, তার ঠিক উল্টো দিকে বিধানসভায় ঢোকার সিঁড়িতে বসে পাল্টা চোর, চোর স্লোগান দিতে থাকেন পদ্ম বিধায়করা৷ তাঁদের হাতে ছিল পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের জেলবন্দি নেতাদের ছবি সহ প্ল্যাকার্ড৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, গতকালই শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাতে অবশ্য বিরোধী দলনেতার বিধানসভা চত্বরে ঢুকতে বাধা নেই৷

বাংলা খবর/ খবর/দেশ/
হঠাৎ ঝড়ের বেগে ঢুকলেন শুভেন্দু, মমতার সামনেই 'চোর', 'চোর' স্লোগান! বিধানসভায় তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল