জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলকে ‘চ্যালেঞ্জ’ করে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ মঙ্গলবার সেই সংক্রান্ত আবেদনরই শুনানি ছিল৷
আরও পড়ুন: ছাগল নিয়ে ঝগড়া, প্রতিবেশীর গোপনাঙ্গেই কামড়ে দিলেন এক ব্যক্তি! রক্তারক্তি কাণ্ড
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, ‘‘গণতন্ত্র ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই রকম পরিস্থিতি চিরকাল চলতে পারে না…’’
advertisement
যার উত্তরে সলিসিটার জেনারেল আদালতকে বলেন, ‘‘২০২০ সালে বিগত কয়েক দশকের মধ্যে প্রথমবার স্থানীয় নির্বাচন হয়েছে৷ কোনও হরতাল হয়নি, কোনও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি, কোনও কার্ফু পর্যন্ত ছিল না৷’’
আরও পড়ুন: ফের ভারতকে উস্কানি চিনের! সরকারি মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে নিজের বলে দাবি বেজিংয়ের
এরপরেই প্রধান বিচারপতি সলিসিটার জেনারেলকে প্রশ্ন করেন, ‘‘ (জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফেরানোর) কোনও রোডম্যাপ কি আছে? কেন্দ্রের কাছ থেকে নির্দেশ জেনে আসুন৷’’
২০১৯-এর ৩১ অক্টোবরের পর থেকে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা যা এতদিন ওই রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিত, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক৷ ভেঙে দেওয়া হয় সেখানকার বিধানসভা৷ তৈরি করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের কেন্দ্রশাসিত অঞ্চল৷ তখনই অবশ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷