TRENDING:

সুপ্রিম কোর্টের নির্দেশে কাঠুয়া মামলা ফিরল পাঠানকোট আদালতে, প্রতিদিন শুনানি

Last Updated:

কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের বিচার হবে এবার পঞ্জাবের পাঠানকোট আদালতে ৷ সোমবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানকোঠ আদালতে এই মামলাটি স্থানান্তরিত হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের বিচার হবে এবার পঞ্জাবের পাঠানকোট আদালতে ৷ সোমবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানকোঠ আদালতে এই মামলাটি স্থানান্তরিত হয় ৷ একইসঙ্গে এই মামলার শুনানি হবে রোজ ৷ এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এই মামলার শুনানি ক্যামেরাতে রেকর্ড করা হবে সম্পূর্ণ ৷
advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের অধীনে নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই মামলায় যাতে বিন্দুমাত্র দেরি না হয় ৷ সেই কারণেই এই মামলার শুনানি রোজ হবে ৷ পাশাপাশি মামলাটির শুনানি চলাকালিন নির্যাতিতার পরিবার, প্রত্যক্ষদর্শী এবং আইনজীবীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি, সিবিআইকেও এই মামলার তদন্তের জন্য কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট ৷

advertisement

তবে, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের মামলার বিচার কোথায় হবে ? সেই নিয়ে দ্বন্দ্ব ছিলই ৷ পাঠানকোট আদালতের পাশাপাশি উঠে আসে উধামপুর, জম্মু, রামবান এবং সাম্ভা আদালতের নামও ৷  নিরপেক্ষ বিচারের জন্য নির্যাতিতার পরিবারের এবং অভিযুক্তরা পাঠানকোট আদালতে মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরদিকে, মেয়ের শাস্তির অপেক্ষায় আতঙ্কে দিন গুনছেন নির্যাতিতার পরিবার ৷ দিনের পর দিন মাদক খাইয়ে ধর্ষণ ৷ ক্ষুধার্ত, মৃতপ্রায় মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার আগেও রেয়াত করা হয়নি ৷ নিজেদের লালসা মেটাতে মেরে ফেলার আগেও আবার ধর্ষণ করা হয়েছে তাকে ৷ দিল্লির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি ছোট্ট ফ্ল্য়াটের মেঝেতে শুয়ে বারবার জ্ঞান হারাচ্ছিলেন কাঠুয়ার ধর্ষিত ৮ বছরের মেয়ের মা ৷ তবে, আতঙ্কে এখন নিজের বাড়ি ছেড়েছেন নির্যাতিতার পরিবার ৷ তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলে উচ্চ আদালতে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের নির্দেশে কাঠুয়া মামলা ফিরল পাঠানকোট আদালতে, প্রতিদিন শুনানি