সেই রিভিউ পিটিশনগুলি গ্রহণ করে আদালত৷ এবং তার শুনানির সিদ্ধান্ত নেয়৷ ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় কেরলে সবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের (ঋতুমতী মহিলা) প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে৷ ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে এই পুনর্বিবেচনা মামলার শুনানি শেষ হয়৷ সে দিন মামলাযর রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট৷
advertisement
দু মাসের 'মণ্ডলম' পর্ব শেষে ১৬ নভেম্বর ফের দর্শনার্থীদের জন্য খোলা হচ্ছে সবরীমালা মন্দির৷ তার ঠিক দু দিন আগে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট৷ রায়দানের পর যাতে কোনও রকম অশান্তি না-হয়, তার জন্য সবরীমালা মন্দিরে ২ হাজার ৫০০ পুরুষ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে৷
পশ্চিমঘাট পর্বতমালায় ৯১৪ মিটার উপরে আয়াপ্পার মন্দির সবরীমালা দক্ষিণ ভারতে অন্যতম তীর্থস্থান৷
advertisement
Location :
First Published :
November 14, 2019 9:17 AM IST